আজকের শিরোনাম :

হাতীবান্ধায় হাঁসের ডাকপেল্গ রোগ, স্বপ্ন ভঙ্গ দুই উদ্যোক্তার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০১৮, ২০:৫২

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার শিংগীমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামের হাঁস পালনকারী উদ্যোক্তা জহরুল হক ও আসাদুজ্জামান রানা।  হাঁসের খামার করে স্বাবলম্বী হওযার স্বপ্ন তাদের।  কিন্তু ডাকপেল্গ রোগে ভেঙ্গে গেল তাদের সে স্বপ্ন।  গত তিনদিনে এ রোগে আক্রান্ত হয়ে মারা যায় অন্তত দেড় হাজার হাঁস।  সাড়ে ৬ মাস আগে পারিবারিক ভাবে অর্থ সংগ্রহ করে ৬ লাখ পুঁজি দিয়ে ৪ হাজার হাঁস দিয়ে শুরু করে ওই খামার।  ভাগ্য বদল করার স্বপ্ন ছিল তাদের। কিন্তু এ রোগে আক্রান্ত হয়ে হাঁস মারা যাওয়ায় সর্বশান্ত হয়ে গেল ওই দুই যুবক।

খামার উদ্যোক্তা জহুরুল হক মিঠু বলেন, হাতীবান্ধা উপজেলা প্রাণি ও পশু সম্পদ দপ্তরের ব্লক সুপারভাইজার মোতাহারুল খামারে এসে চিকিৎসা দিলেও হাঁস মারা রোধ হয়নি। সম্ভবত ভূল চিকিৎসার কারনে আমার হাঁসের খামারে হাঁস মরে সাবাড় হয়।

তবে ওই ব্লক সুপারভাইজারকে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করে পাওয়া যায়নি। কিন্তু উপজেলা প্রাণি ও পশু সম্পদ কর্মকর্তা বাবুল হোসেন এ প্রসঙ্গে বলেন, বিষয়টি আমার জানা নেই।  আগামী কাল ঘটনাস্থল পরিদর্শনে যাব।  

এবিএন/আসাদুজ্জামান সাজু/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ