আজকের শিরোনাম :

ধর্মপাশায় বজ্রপাতে আহত ৫

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০১৮, ১৬:৩৪

ধর্মপাশা (সুনামগঞ্জ), ২২ মে, এবিনিউজ: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পাইকুরাটি ইউনিয়নের বৌলাম গ্রামে বজ্রপাতে  ৫জন আহত হয়েছে। এরমধ্যে ১জনকে আশঙ্কাজনক অবস্থায় ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি  করা হয়েছে। আজ মঙ্গলবার সকল ১১টায় বজ্রপাতে এ ঘটনাটি ঘটে।

একই পরিবারের ২ জন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন,বৌলাম  গ্রামের আখিঁ আক্তার(২১),মিনা আক্তার (৩০),রেহেনা বেগম(৪০),জবা আক্তার (১৮),সারা আক্তার (১৬)বজ্রপাতে গুরুতর আহত হয়। বজ্রপাতে তাদের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যাওয়ার চিহ্ন রয়েছে।

হাসপাতাল ও আহতদের পারিবারিক সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার সকাল থেকে অবিরাম বৃষ্টির সাথে সকাল ১০টার কিছুক্ষণ পরই প্রচ- বজ্রপাতের শব্দ শুনা যাচ্ছিল। এ সময় বৌলাম গ্রামে আকস্মিক বজ্রপাত হলে সাথে সাথেই ঘটনাস্থলে আখিঁ আক্তার(২১),মিনা আক্তার (৩০),রেহেনা বেগম (৪০),জবা আক্তার (১৮), সারা আক্তার (১৬) তারা অজ্ঞান হয়ে মুমূর্ষ অবস্থায় পড়ে থাকলে আশপাশের লোকজন ও তাদের স্বজনরা আহতদেরকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ৪জনকে সাময়িক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়।

এবং গুরুতর আহত জবা আক্তার বর্তমানে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্ল্রেক্সেয়ে চিকিৎসাধীন রয়েছেন। কর্তব্যরত ডাক্তার শুভ বলেন, বজ্রপাতের রোগীগুলো এখন অনেকটা ঝুকিমুক্ত। সময়মত না এলে তাদের বাচাঁনো যেত না। পাইকুরাটি ইউনিয়নের চেয়ারম্যান ফেরদৌসুর রহমান আহতদের খবরটির সত্যতা নিশ্চিত করেছে।

এবিএন/ইমাম হোসেন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ