আজকের শিরোনাম :

হোসেনপুরে কুড়িয়ে পাওয়া তাছলিমার অন্যরকম বিয়ে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০১৮, ১৭:১৬

হোসেনপুরে কুড়িয়ে পাওয়া তাছলিমা আক্তারের অন্যরকম বিয়ের আয়োজন করে এলাকাবাসী।

স্থানীয়রা জানান, উত্তর পানান গ্রামের জনৈক মইছ উদ্দিনের ধান ক্ষেতে ১৮ বছর পূর্বে এক বছরের একটি কন্যা শিশু পাওয়া যায়। মানবতার কথা চিন্তা করে গ্রামবাসীরা এই বেওয়ারিশ শিশুর লালন পালনের দায়িত্ব দেন উত্তর পানান গ্রামের মো: মইছ উদ্দিন ও তার স্ত্রী রহিমা খাতুনকে।

একই গ্রামের সাত্তারের দ্বিতীয় পুত্র সাজন মিয়ার কাছে তাছলিমা আক্তারকে বিয়ের মাধ্যমে তুলে দেয়া হয়। ১৬ নভেম্বর শুক্রবার এলাকাবাসীর উদ্যোগে পাঁচ হাজার মানুষকে নিমন্ত্রন দেয়া হয় এ বিয়েতে। মেয়ের লালন পালনকারী অভিভাবক মইছ উদ্দিন জানান, মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে স্থানীয় সৎ ও কর্মক্ষম বরের কাছে তুলে দেয়া হয়েছে।

 স্থানীয় সাবেক গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান বদিউল আলম মতি, আবুল কালাম, আফজালুর রহমান উজ্জ্বল, শরীফুল আলম শাহীন, আরিফুল আলম, আবুল কাসেম, লাল মিয়া, শহীদুল ইসলাম, ব্যবস্থাপনায় দায়িত্বে পালন করেন।

 এতে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, অধ্যক্ষ মোসলেহ উদ্দিন খান, সাবেক যুবলীগ সভাপতি এমএ হালিম, উপাধ্যক্ষ লুৎফর রহমান মানিক, অ্যাডভোকেট সাইদুর রহমান, গোলাম মোস্তফা কাঞ্চন প্রমুখ।


এবিএন/খায়রুল ইসলাম/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ