আজকের শিরোনাম :

বোদায় পুষ্টি উন্নয়নে নারীদের ৫ দিন ব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০১৮, ১৬:১৩

পঞ্চগড়ের বোদায় পুষ্টি উন্নয়নে নারীর ক্ষমতায়ন বিষয়ক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গত বৃহস্পতিবার সমাপ্ত হয়েছে।

 গত ১১ নভেম্বর উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের বলরামহাট হাঙ্গার ফ্রি ওয়াল্ডের প্রশিক্ষণ কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালার শুরু হয়। স্বেচ্ছাসেবী সংগঠন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডে আয়োজনে ৫ দিন ব্যাপী কর্মশালায় চন্দনবাড়ী ইউনিয়নের ৪০ জন নারী অংশ নেয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের খাদ্য ও পুষ্টিবিদ মোঃ জাহেদুর রহমান, ডিপিএনসি এর প্রেসিডেন্স আয়েশা জান্নাত বৃষ্টি, সাংগঠনিক সম্পাদক জেসমিন আক্তার লিমা, যোগাযোগ সম্পাদক আছমা হোসেন মৌ,

 হাঙ্গার ফ্রি ওয়াল্ডের ডেভলাপমেন্ট প্রোগ্রাম কো-অর্ডিনেটর মাহাতাব উদ্দীন, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের প্রোগ্রাম ম্যানেজার মালেকা বেগম। প্রশিক্ষণে নারীদের পুষ্টি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষণ শেষে নারী অংশগ্রহণকারীদের মাঝে উপকরণ বিতরণ করা হয়।

 

এবিএন/লিহাজ উদ্দীন মানিক/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ