আজকের শিরোনাম :

কালীগঞ্জে ইয়াবাসহ স্ত্রী আটক : স্বামী পলাতক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০১৮, ১৫:২৯ | আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ১৫:৫৩

ঝিনাইদহের কালীগঞ্জে ঘন্টা ব্যাপী মাদক বিরোধী অভিযান চালিয়ে তাসলিমা খাতুন (৩৭) নামের এক মহিলা মাদক কারবারীকে ৩৬ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়েছে।

আজ শনিবার সকালে ঝিনাইদহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সদস্যরা কালীগঞ্জ শহরের আড়পাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করেন। এ সময় তাসলিমার স্বামী তৈয়েবুর রহমান পালিয়ে যায়।  

ঝিনাইদহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারি পরিচালক আজিজুল হক জানান, কালীগঞ্জে আড়পাড়া গ্রামের বাসিন্দা ও রাজমিস্ত্রি শ্রমিক ইউনিয়নের নেতা তৈয়েবুর রহমান দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছে।

আজ শনিবার সকালে মাদক বিক্রির গোপন সংবাদ পেয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সদস্যরা তার বাড়িটি ঘিরে ফেলে। এ সময় তৈয়েবুর রহমান কৌশলে পালিয়ে যায়।  পরে ঘরের মধ্যে প্রবেশ করে তল্লাসী চালিয়ে ৩৬ পিচ ইয়াবাসহ তার স্ত্রী তাসলিমা খাতুনকে আটক করে।
 
এ ব্যাপারে কালীগঞ্জ থানায় তৈয়েবুর রহমান ও তার স্ত্রী কে আসামি করে মাদকদ্রব্য আইনে একটি মামলা করা হয়েছে। মামলার এজাহারে রাজমিস্ত্রি শ্রমিক নেতা তৈয়েবুর রহমানকে পলাতক দেখানো হয়েছে।  

 

এবিএন/যবনিকা/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ