আজকের শিরোনাম :

চট্টগ্রামে ইংরেজী লেখা ২০ সাইন বোর্ডে কালো রং দিল চসিক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০১৮, ২০:০৮

চট্টগ্রামে ইংরেজিতে লেকা ২০টি সাইন বোর্ড কালো রং দিয়ে মুছে দিলো চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।  আজ বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর মেহেদীবাগ এলাকায় অভিযানের নের্তৃত্ব দেন কর্পোরেশনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফিয়া আখতার এবং স্পেশাল ম্যাজিষ্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌস।

কালো রং দিয়ে ইংরেজি লেখা সাইনবোর্ড মুছে দেওয়ার পাশাপাশি আগামী ৩ দিনের মধ্যে সকল সাইনবোর্ড ইংরেজী লেখার পাশাপাশি বাংলায় লেখার জন্য নির্দেশনা প্রদান করে ম্যাজিস্ট্রেট।

এছাড়া এর আগে পরিচালিত মোবাইল কোর্টের নির্দেশনা অনুসারে ইংরেজীর পাশাপাশি বাংলায় সাইন বোর্ড না লিখে বরং মোবাইল কোর্ট কর্তৃক লাগানো কালো রং মুছে ফেলার অপরাধে মেহেদীবাগস্থ কে বেকারীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেটরা জানিয়েছেন, এই অভিযান চলমান থাকবে। বৃহস্পতিবারের অভিযানে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও মেট্টোপলিটন পুলিশ ম্যাজিষ্ট্রেটদ্বয়কে সহায়তা প্রদান করেন।

এবিএন/রাজীব সেন প্রিন্স/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ