আজকের শিরোনাম :

সীতাকুণ্ডে দুইদিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০১৮, ২০:০৪

উন্নয়নের শীর্ষে যাবো যথাযথ আয়কর দিব, এ প্রতিপাদ্যে আজ বৃহস্পতিবার থেকে সীতাকুণ্ডে ২ দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। এ মেলা ১৫ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত চলবে। সকাল সাড়ে দশটায় কবুতর উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। চট্টগ্রাম জেলার মধ্যে একমাত্র সীতাকুণ্ড উপজেলায় হচ্ছে আয়কর মেলা।  

আয়কর মেলা উপলক্ষে জেলা পরিষদ অডিটোরিয়ামে (এলকে সিদ্দিকী স্কায়ার) উচ্চমান সহকারী শামস মোহাম্মদ নোমানের পরিচালনায় কর অঞ্চল-১ চট্টগ্রাম এর অতিরিক্ত সহকারী কর কমিশনার পেয়ারু হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধা পৌর মেয়র আলহাজ্ব বদিউল আলম, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি এম সেকান্দার হোসাইন, সাবেক সভাপতি এম. হেদায়েত উল্লাহ, সাধারণ সম্পাদক সুমিত্র চক্রবর্তী, সীতাকুণ্ড পৌর সদর ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক লায়ন বেলাল হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তরা বলেন, বাংলাদেশের নাগরিক হিসেবে প্রত্যেক ব্যক্তির উচিত কর দেওয়া, এতে করে দেশের উন্নতি ও উন্নয়ন কাজ তরাত্নিত হবে। এক সময় মানুষ আয়করের নাম শুনলে ভয় পেতো, বর্তমানে মানুষ অনেক সচেতন হয়েছে তাই এখন মানুষ আয়কর দিতে অনেকটা উৎসাহ বোধ করেন।

এবিএন/রাজীব সেন প্রিন্স/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ