আজকের শিরোনাম :

ভূরুঙ্গামারীতে অগ্নিকান্ডে বসতবাড়ী পুড়ে ছাই

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০১৮, ১৯:৪৭

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকান্ডে এক পরিবারের বসতবাড়ী পুড়ে ছাই হয়েছে।  ঘটনাটি ঘটেছে, উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের খামার আন্ধারীঝাড় গ্রামে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসন থেকে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে কম্বল ও শুকনো খাবার বিতরণ করা হয়।

জানা গেছে, গত বুধবার উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের খামার আন্ধারীঝাড় গ্রামের রুহুল আামিনের বাড়ীতে মধ্যরাতে আগুন লাগে।  মুহুর্তে আগুন ছড়িয়ে পড়লে ওই পরিবারের ৪টি ঘর, ছাগল, ভেড়া হাঁসমুরগী, ধান, চাল, নগদ টাকা সহ ঘরের যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে আনুমানিক প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বিদ্যুতের সর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে পরদিন শুক্রবার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারকে তাৎক্ষনিকভাবে ৫টি কম্বল, শুকনো খাবার ও চাল বিতরণ করেন।  

এবিএন/এ এস খোকন/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ