আজকের শিরোনাম :

গাইবান্ধার ৫টি আসনে আওয়ামী লীগের ৫১ জনের দলীয় মনোনয়নপত্র গ্রহণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০১৮, ১৯:৩৫

গাইবান্ধার ৫টি আসনে আওয়ামী লীগের ৫১ জন নেতাকর্মী ঢাকায় কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন। তাদের মধ্যে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে ৫ জন, গাইবান্ধা-২ (সদর) আসনে ৮ জন, গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ি) আসনে ২০ জন, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে ৯ জন এবং গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে ৯ জন দলীয় মনোনয়নপত্র সংগ্রহণ করেছেন।

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে যারা মনোনয়নপত্র গ্রহণ করেছেন তারা হচ্ছেন- দলের উপজেলা যুগ্ম আহবায়ক আফরুজা বারী, আশরাফুল আলম লেবু, মেহেদী মোস্তফা মাসুম, আশরাফুল ইসলাম রঞ্জু ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দা মাসুদা খাজা।

গাইবান্ধা-২ (সদর) আসনে যারা মনোনয়নপত্র গ্রহণ করেছেন তারা হচ্ছেন- জেলা আ’লীগ সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শামস-উল আলম হিরু, বর্তমান সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি, জেলা সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সহ-সভাপতি ফরহাদ আব্দুল্যাহ হারুন বাবলু, সাংগঠনিক সম্পাদক শামসুর রহমান টুটুল, সদর উপজেলা আ’লীগের সাধারণ স¤পাদক ও ঘাগোয়া ইউপি চেয়ারম্যান আমিনুর জামান রিংকু, সদর উপজেলা আ’লীগের সাবেক সাধারণ স¤পাদক ও জেলা আ’লীগের কার্যানির্বাহী কমিটির সদস্য শাহ সারোয়ার কবীর, ব্যারিস্টার মাসুদ আকতার পলাশ।

গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনে যারা মনোনয়নপত্র গ্রহণ করেছেন তারা হচ্ছেন- বর্তমান এমপি ও সাদুল্যাপুর উপজেলা আ’লীগের সভাপতি ডা. মো. ইউনুস আলী সরকার, সাধারণ স¤পাদক মো. শাহারিয়া খাঁন বিপ্লব, সাংস্কৃতিক সম্পাদক এসএম রহমান,  ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মতিয়ার রহমান, ভাতগ্রাম ইউনিয়নের ওয়ার্ড কমিটির সাবেক সভাপতি স্কুল শিক্ষক আজিজার রহমান বিএসসি, সাদুল্যাপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাড. এমএ ওয়াহেদ, পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি আবু বক্কর প্রধান, সিনিয়র সহ-সভাপতি উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, যুগ্ম সম্পাদক গোলাম সারওয়ার বিপ্লব, বর্তমান সংরক্ষিত সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি, বঙ্গবন্ধু পরিষদের জেলা উপদেষ্টা ডা. ইয়াকুব উল আজাদ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান অ্যাড. জরিদুল হক, মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার মাহমুদুল হক, মহদিপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, মাজেদুর রহমান দুলু, জেলা আওয়ামী লীগ উপদেষ্টা অ্যাড. নুরুল ইসলাম প্রধান, আমেরিকা প্রবাসী জাহিদ হাসান নিউ, উপজেলা মহিলা আওয়ামী লীগ সাবেক সভাপতি শ্যামলী আকতার, সদস্য শারমিন সুলতানা তামান্না ও সাদ্দার হোসেন শুভ চৌধুরী।

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা হলেন- বর্তমান সংসদ সদস্য ও স্বরাষ্ট্র  মন্ত্রনালয় স¤পর্কিত স্থায়ী কমিটির সদস্য এবং গোবিন্দগঞ্জ উপজেলা আ’লীগ সভাপতি অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সাবেক এমপি প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী, উপজেলা সাধারণ সম্পাদক পৌর মেয়র আতাউর রহমান সরকার, উপজেলা যুগ্ম সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান বাবলু, সহ-সভাপতি ফেরদৌস আলম রাজু, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় পাট ও বস্ত্র বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম লিটন, ডাঃ শাহজাহান আলী ও ইঞ্জিনিয়ার মো. শাহজাহান।

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা হলেন- বর্তমান এমপি ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাহামুদ হাসান রিপন, কণ্ঠশিল্পী সুশীল কুমার রায়, মাহবুবর রহমান নিটল, ফাহমিদা রাব্বী রিতা, ফুলছড়ি উপজেলা আ’লীগ সভাপতি জিএম সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন, সাঘাটা উপজেলা আ’লীগ সভাপতি ওয়ারেছ আলী প্রধান ও সাধারণ সম্পাদক অ্যাড. শামছিল আরেফিন টিটু।

এবিএন/আরিফ উদ্দিন/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ