আজকের শিরোনাম :

শরণখোলায় গ্রাম আদালত শীর্ষক অবহিতকরণ কর্মশালা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০১৮, ২১:১৮

বাগেরহাটের শরণখোলায় গ্রাম আদালত শীর্ষক একদিনের এক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  

আজ বুধবার বেলা ১১টায় ইউরোপীয়ান ইউনিয়ন ও ইউএনডিপি’র সহযোগিতায় এবং স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বাস্তবায়নে এবং উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহিমা আকতার হাসি। বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ দিলীপ কুমার সরকার ও শরণখোলা প্রেসক্লাবের সভাপতি বাবুল দাস।

অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন- ইউএনডিপি’র ডিস্ট্রিক্ট ফ্যাসিলেটর মহিতোষ কুমার রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আঃ হাই, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি মীর সরোয়ার হোসেন  ও সাধারন সম্পাদক আইয়ুব আলী, ওয়েভ ফাউন্ডেশনের উপজেলা সমন্বয়কারী তাপস কুমার মন্ডল, গ্রাম আদালত সহকারী সুজন বালা প্রমূখ।
     
ইউএনডিপি’র কর্মকর্তা মহিতোষ কুমার জানান, দেশের ৮টি বিভাগে ২৭টি জেলার এক হাজার আশি ইউনিয়নে গ্রাম আদালত কার্যক্রম চলমান রয়েছে।  এর মধ্যে শরণখোলা উপজেলার ৪টি ইউনিয়নে সেপ্টেম্বর মাস পর্যন্ত ২৭৪ টি মামলার মধ্যে ১৮২ টি নিস্পত্তি করেছে গ্রাম আদালত।

এবিএন/নজরুল ইসলাম/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ