আজকের শিরোনাম :

সিরাজগঞ্জে ফেয়ার প্রাইসের চাল উদ্ধার তদন্ত কমিটি গঠন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০১৮, ১৬:৪৪

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়হর বাজারে একটি গুদাম থেকে ফেয়ার প্রাইজের চাল উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উল্লাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব হাসান জানান, দরিদ্রদের জন্য বরাদ্দকৃত ১০ টাকা কেজি মূল্যের ফেয়ার প্রাইসের চাল ওই গুদামে রাখা হয়েছে।

গতকঅর মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত গ্রদামে তল্লাশি চালিয়ে ১১৫ বস্তা ফেয়ার প্রাইজের চাল উদ্ধার করা হয়। এ সময় গুদাম মালিক চাল ব্যবসায়ী নান্নু বিশেষ কৌশলে পালিয়ে যায়।

 এ চাল বাজার কমিটির সভাপতি মোবারক হোসেন জিন্নার জিম্মায় রাখা হয়েছে। এদিকে এ ঘটনা তদন্তে উপজেলা খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি ৭ কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।

 

এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ