আজকের শিরোনাম :

সিরাজগঞ্জের ৬টি আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ৩২জন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০১৮, ১৬:৩৫

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনে বিএনপির মনোনয়নপত্র কিনেছেন ৩২ প্রার্থী। এ সবকয়টি আসনেই একাধিক মনোনয়ন প্রত্যাশী রয়েছেন। এ সংখ্যা আরও বাড়তে পারে বলেও দলীয় নেতৃবৃন্দ আশংকা করছেন। জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হারুন-অর-রশিদ খান হাসান এতথ্য নিশ্চিত করে জানান, ওই ৬টি আসনে এ পর্যন্ত দলের ৩২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এদের মধ্যে সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনে ৫ জন। এরা হলেন, কণ্ঠশিল্পী কনকচাঁপা, কাজিপুর উপজেলা বিএনপির সভাপতি সেলিম রেজা, এ্যাড. রবিউল ও টিএম তহজিবুল এনাম তুষার, জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার। সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনে দু’জন। দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ও তার স্ত্রী জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি রুমানা মাহমুদ। সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনে ৫ জন।

এরা হলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদার, বিএনপির কেন্দ্রীয় গ্রাম সরকার বিষয়ক সহ-সম্পাদক সাইফুল ইসলাম শিশির, তাড়াশ উপজেলা বিএনপির সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর ও গোলাম মোস্তফা, রায়গঞ্জ উপজেলা চেয়ারম্যান ভিপি আইনুল হক। সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে ৬ জন।

এরা হলেন, সাবেক এমপি আকবর আলী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেত্রী এ্যাড. সিমকি ইমাম খান, সাবেক এমপি অ্যাড. শামছুল ইসলাম, শরফুদ্দিন মঞ্জু, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী কামাল ও কেন্দ্রীয় যুবদল নেতা আব্দুল ওয়াহাব। সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে ৫ জন। এরা হলেন, জেলা বিএনপির সহ-সভাপতি রাকিবুল আলম খান পাপ্পু, বিএনপির কেন্দ্রীয় উপ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, শামসুল হুদা, চৌহালী উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) আব্দুল্লাহ আল মামুন, গোলাম মওলা খান বাবলু। সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে ৭ জন।

 এরা হলেন, সাবেক এমপি কামরুদ্দিন এহিয়া খান মজলিস, বর্তমান সভাপতি তারিকুল ইসলাম আরিফ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহীদ মাহমুদ গ্যাদন,  গোলাম সরোয়ার, জাহাঙ্গীর হোসেন শামীম, অ্যাড. হুমায়ুন কবির, ডা. এম এ মুহিত।

 

এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ