আজকের শিরোনাম :

সিরাজগঞ্জে বোমা হামলার মামলায় বিএনপির ২৬ নেতাকর্মীর জামিন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০১৮, ১৮:৩৩

সিরাজগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়িতে পেট্রোল বোমা হামলার মামলায় বিএনপির ২৬ নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছে হাইকোর্ট।

আজ মঙ্গলবার দুপুরে হাইকোর্টের বিচারপতি মো. আব্দুল হামিদ ও বিচারপতি মহিউদ্দিন শামীমের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক হারুন অর রশিদ খান হাসান মঙ্গলবার সন্ধায় এতথ্য নিশ্চিত করেছেন।

 তিনি জানান, জামিন প্রাপ্তদের মধ্যে রয়েছেন, বিএনপি নেতা সিরাজগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র গোলাম রহিম খান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ইসমাইল হোসেন হাসু, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আল আমিন খান, জেলা বিএনপি নেতা আসাদুজ্জামান আসাদ, যুবদল নেতা তৌহিদ আলমসহ ২৬ জন।

 উল্লেখ্য, গত ৩০ অক্টোবর রাতে শহরের ভাসানী রোডে সদর উপজেলা আওয়ামী লীগ নেতা সৈয়দ বেলাল হোসেনের বাসায় পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় বেলাল হোসেন বাদী হয়ে বিএনপি-জামায়াতের ২৭ নেতাকর্মীর নামে সদর থানায় মামলা দায়ের করেন।  এ মামলার প্রধান আসামি ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া খান জেলহাজতে রয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

 


এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ