আজকের শিরোনাম :

তালায় প্রেসক্লাবের আয়োজনে ‘উপকূল দিবস’ পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০১৮, ২১:৩৭ | আপডেট : ১২ নভেম্বর ২০১৮, ২১:৪৪

“উপকুলের জন্য হোক একটি দিন,জোরালো হোক উপকুল সুরক্ষার দাবি” এই প্রতিপাদ্য সামনে রেখে সাতক্ষীরার তালা প্রেসক্লাবে দ্বিতীয় বারের মতো পালন করেছে উপকূল দিবস।  দিবসটি উপলক্ষ্যে আজ সোমবার (১২ নভেম্বর) সকালে তালা প্রেসক্লাবে উদ্যোগে উপ-শহরে র‌্যালী, আলোচনা সভা ও স্মারকলিপি প্রদান করা হয়।

উপকূল দিবস বাস্তবায়ন কমিটির আহবায়ক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলুর সভাপতিত্বে তালা প্রেসক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমানের পরিচালনায় অনুষ্টানে বক্তব্য রাখেন তালা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার আলাউদ্দীন জোয়ার্দ্দার, তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক ও জেএসডির কেন্দ্রীয় নেতা মীর জিল্লুর রহমান, মাগুরা আইডিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ রাম প্রসাদ দাশ, প্রভাষক হিরণম্ময় মন্ডল প্রমুখ।

বক্তারা এই দিনটিকে সরকারিভাবে ‘উপকূল দিবস’ হিসেবে ঘোষণা করার দাবি জানান।

আলোচনা সভা শেষে ১৯৭০-এর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় স্বরণে ১২ নভেম্বর সরকারীভাবে ‘উপকূল দিবস’ ঘোষণার দাবিতে  তালা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

এবিএন/সেলিম হায়দার/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ