আজকের শিরোনাম :

গাজীপর-৪ আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করলেন যারা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০১৮, ২১:০৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে বাংলাদেশ আ.লীগ, বিএনপি ও অনন্য প্রার্থীরা দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।  উপজেলা আ.লীগ সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ ও উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট ইকবাল হোসেন শেখ এ তথ্য নিশ্চিত করেন।

গত ১০ নভেম্বর ঢাকার ধানমন্ডির রাজনৈতিক কার্যলয় থেকে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটির সদস্য বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপির পক্ষে দলীয় মনোনয়ন সংগ্রহ করেন মুহম্মদ শহীদুল্লাহ, মিজানুর রহমান, আল আমিন চেয়ারম্যন, আসাদুজ্জামান আসাদ, জালাল উদ্দিন, মুস্তাফিজুর রহমান সেলিম, মাহাবুব উদ্দিন সেলিম, সাখাওয়াত হোসেন, কাইয়ুম ভূইয়া, রাশেদুল হক সৈকত, মাহমুদুল হোসেন মামুন, আমিনা খাতুন মুনমুন প্রমুখ।    

১২ নভেম্বর দুপর ১২ টায় সময় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন প্রয়াত হান্নান শাহ্'র এপিএস মমতাজ উদ্দিন ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, উপজেলা আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকটে ইকবাল হোসেন শেখ, কাপাসিয়া উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন শিশির।

অপরদিকে ০৯ নভেম্বর কেন্দ্রীয় কৃষকলীগ উপদেষ্টামন্ডলীর সদস্য আলম আহমদের পক্ষে মনোনয়ন সংগ্রহ করেন বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় সভাপতি মোতাহার হোসেন মোল্লা, কৃষকলীগ উপজেলা সভাপতি আইনউদ্দিন সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বাবলু, উপজেলা আ.লীগ নেতা আনিসুর রহমান আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল হক চৌধুরী আইয়ুব, জিএম হরিদাস বর্মণ, এ্যাডভোকেট মুরাদ প্রমুখ।

১২ নভেম্বর জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় সহ সভাপতি হাবিবুর রহমান আকন্দ রাজধানীর ধানমন্ডির রাজনৈতিক কার্যলয় থেকে মনোনয়ন সংগ্রহ করেন। তার ছোট ভাই সাখাওয়াত হোসেন এ তথ্য জানিয়েছেন।

এবিএন/নুরুল আমীন সিকদার/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ