আজকের শিরোনাম :

ভোলাগঞ্জেে কোয়ারি ধসে শ্রমিকের মৃত্যু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০১৮, ২১:২৭

সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ শাহ আরেফিন টিলায় পাথর কোয়ারি ধসে সুনাই মিয়া (২৫) নামে এক পাথর শ্রমিকের মৃত্যু হয়েছে।  তার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলায়।

অাজ রবিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় শাহ আরেফিন টিলার জালিয়ারপাড় এলাকার হুশিয়ার আলী, ইসমাইল আলী, ইব্রাহিম আলী ও দুলাল মিয়ার কোয়ারিতে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও দুই শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে ।

স্থানীয় সূত্র জানায়, বোমা মেশিন দিয়ে কোয়ারি থেকে পাথর উত্তোলনের সময় গর্তের পাড় ধসে শ্রমিক সুনাই মিয়াসহ তিনজন চাপা পড়েন। এদের মধ্যে দু’জনকে জীবিত উদ্ধার করা হলেও সুনাই মিয়া মারা যান।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, সন্ধ্যায় পাথর উত্তোলন করতে গিয়ে সুনাই মিয়া নিহত হয়েছেন। তার লাশ উদ্ধার করে সুরতহাল শেষে অাগামীকাল সোমবার (১২ নভেম্বর) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

গত এক বছরে শাহ আরেফিন টিলায় গর্ত ধসে অন্তত ৩০ শ্রমিক নিহত হয়েছেন। এরপরও জীবনের ঝুঁকি নিয়ে পাথর উত্তোলন করছে শ্রমিকেরা ।

এবিএন/মুহাজিরুল ইসলাম রাহাত/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ