আজকের শিরোনাম :

সিরাজগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০১৮, ১৭:২২

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার গুল্টা আদিবাসী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে।

অভিযোগে প্রকাশ, রাজশাহীর এক ছাত্রী দুই বছর আগে ওই বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে ভর্তি হয়।  ভর্তি পর থেকে অন্য ছাত্র্র্রীদের সাথে সে বিদ্যালয়ের হোস্টেলে থেকে পড়ালেখা করছিল। মাস দুই আগে হোস্টেলে খ্ওায়া-দ্ওায়া সমস্যা দেখা দেয়।

এমতবস্থায় মেয়েটির বাবা তাকে রাজশাহীতে ফিরে নিয়ে যেতে চাইলে প্রধান শিক্ষক আব্দুস সাত্তার মেয়েটিকে বিদ্যালয়ে রাখার অনুরোধ করেন এবং তার বাড়ি থেকে ্ওই ছাত্রীকে খাবারের ব্যাবস্থা করবেন বলে তিনি প্রতিশ্রƒতি দেন। এ প্রতিশ্রুতির প্রেক্ষিতে তার মেয়েকে রেখে যান। যৌন হয়রানির শিকার ওই ছাত্রী বর্তমানে নবম শ্রেনিতে অধ্যায়নরত।

সে জানায়, শুক্রবার সকালে প্রধান শিক্ষক আব্দুস সাত্তাারের দ্বিতীয় স্ত্রী তার পিতার বাড়িতে বেড়াতে যায়। এ সুযোগে আব্দুস সাত্তার ্ওই ছাত্রীকে দুপুরে রান্না ঘরে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা করেন। এ সময় মেয়েটি দৌড়ে পাশেই বান্ধবির বাড়িতে আশ্রয় নেয়। ওই দিন সন্ধায় বিষয়টি তার পিতাকে মোবাইল করে এ ঘটনা বলা হয়।  

পরদিন শনিবার বিকেলে তার পিতা ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে তাড়াশ থানায় যেন হয়রানির অভিযোগ করেন। ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোতালেব হোসেন শিশির বলেন, এমন ঘটনাটি শুনেছি। ম্যানেজিং কমিটির মিটিংএ এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হতে পারে।

প্রধান শিক্ষক আব্দুস সাত্তার এ বিষয়ে বলেন, ষড়যন্ত্র ও চক্রান্তের শিকার হয়েছি। এ অভিযোগ মিথা ও ভিত্তিহীন বলে তিনি দাবি করেন। তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান ছাত্রী যৌন হয়রানির অভিযোগ স্বীকার করে বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

 

এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ