আজকের শিরোনাম :

দাউদকান্দি সার্কেল অফিস ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০১৮, ১৮:০৪

দাউদকান্দি সার্কেল অফিস ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত।


গতকাল (৯নভেম্বর) শুক্রবার রাতে উপজেলার গৌরীপুরে সার্কেল অফিস সংলগ্ন মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন  সদ্য পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত, অতিরিক্ত পুলিশ সুপার (কুমিল্লা উত্তর) মোহাম্মদ শাখাওয়াত হোসেন।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি বলেন, খেলাধুলা শুধুই প্রতিযোগিতা নয়। এটা নিজেকে আনন্দ দেয়। একা কখনোই খেলাধুলা করা যায় না। এটা একটা টিম ওয়ার্ক। একজন স্পোর্টস ম্যান একজন ভালো ছাত্র হয়। খেলা মানুষকে জিততে শিখায়, আবার পরাজয় মেনে নেয়ার মতো মানষিকতা অর্জন করতে শিক্ষা দেয়। সেই সাথে পরাজয় মেনে নিয়ে আবার পুরোদমে লড়তেও শিখায়। শারিরিক ও মানুষিক ভাবে সুস্থ্য থাকতে খেলাধুলার বিকল্প নেই। সুতরাং খেলাধুলার প্রয়োজনীয়তা সবাইকে উপলব্ধি করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (হোমনা সার্কেল) মো. সাইফুর রহমান আজাদ, দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জালাল হোসেন, দাউদকান্দি মডেল থানার ওসি মো. আলমগীর হোসেন, তিতাস থানার ওসি আহসান হাবীব, চান্দিনা থানার ওসি আবুল ফয়সাল,

ওসি তদন্ত মো. আসাদুজ্জামান, হোমনা থানার ওসি ফজলে রাব্বী, দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মো. আবুল কালাম আজাদ, গৌরীপুর পুলিশ ফাঁড়ীর ইনচার্জ আব্দুন নুর। টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহনে ৪টি গ্রুপে নক আউট পদ্ধতিতে খেলা পরিচালিত হবে বলে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক খোরশেদ আলম টাইগার জানন।


এবিএন/জাকির হোসেন হাজারী/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ