আজকের শিরোনাম :

উলিপুরে স্মার্ট কার্ড বিতরণে রাজস্ব আদায় ৩০ লাখ ৬৩ হাজার টাকা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০১৮, ১৭:৫৪

কুড়িগ্রামের উলিপুরে জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ড বিতরণে ৩০ লাখ ৬৩ হাজার ২৭৫ টাকা রাজস্ব আদায় করেছে উপজেলা নির্বাচন অফিস।

অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর সারা দেশের ন্যায় জেলার উলিপুর উপজেলার ১টি পৌরসভাসহ ১৩ টি ইউনিয়নে গত ১৬ এপ্রিল থেকে ৩১ অক্টোবর পর্যন্ত প্রায় ২ লাখ ৪৭ হাজার ৬’শ ৭২ জনের মাঝে এসব স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে যা শতকরা হিসেবে ৮৭ ভাগ।

উপজেলার মোট ২ লাখ ৮৫ হাজার ৬’শ ৯৯ জন স্মার্ট কার্ড ধারির মধ্যে ৩৮ হাজার ২৭ জন স্মার্ট কার্ডধারী অনুপস্থিত ছিলেন।

কার্ডধারিদের সুবিধার্থে প্রতিটি ওয়ার্ডে বুথ নির্মাণ করে বিতরণ করা হলেও বাকি স্মার্টকার্ড গ্রহণকারি না আসায় তাদের মাঝে বিতরণ করা সম্ভব হয়নি। পরবর্তিতে তাদের মাঝে এসব স্মার্ট কার্ড বিতরণ করা হবে।
উপজেলা নির্বাচন অফিসার এমদাদুল হক জানান, স্মার্ট কার্ড সংশোধনী বাবদ ২৫ লাখ ৮০ হাজার ও হারানো সহ অন্যান্য ক্ষেত্রে ৪ লাখ ৮৩ হাজার ২৭৫ টাকাসহ মোট ৩০ লাখ ৬৩ হাজার ২৭৫ টাকা রাজস্ব আদায় করে সরকারী কোষাগারে জমা দেয়া হয়েছে।
 

এবিএন/আব্দুল মালেক/জসিম/তোহা

 

এই বিভাগের আরো সংবাদ