আজকের শিরোনাম :

কাপাসিয়ায় রাস্তা সংষ্কার করলো গ্রামবাসী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০১৮, ১৬:১৭

দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব করতে অবশেষে গাজীপুরের কাপাসিয়া উপজেলার কোঠামনি এলাকার বাসিন্দারা নিজ উদ্যোগে দুই’শ মিটার রাস্তা সংষ্কার করেছেন।

গতকাল শুক্রবার সকাল থেকে এলাকার বিভিন্ন কমিউিনিটির প্রতিনিধি ও সাধারণ মানুষ এতে অংশগ্রহণ করেন।

গাজীপুরের কাপাসিয়া কোঠামনি বাজার পার হয়ে দুই গ্রামের মানুষ রায়েদ ইউনিয়নে প্রবেশ করেন। ওই বাজারের ভেতের দিয়ে দুটি রাস্তা রয়েছে। এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী গত কমপক্ষে আট বছর যাবত রাস্তা দুটি সংষ্কার হয় না। বর্ষাকালে স্থায়ী জলাবদ্ধতা ও শুষ্ক মৌসুমে চলাচল অনুপযোগী থাকে রাস্তা দুটি। সম্প্রতি দুটি গ্রামের হাজারো জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার্থী হাইলজোর ইউনিয়ন পরীক্ষাকেন্দ্রে দুর্ভোগের মধ্যে যাতায়াত করছে।

এলাকাবাসী জানান, প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের স্থানীয় কর্মকর্তারিা বার বার প্রতিশ্রুতি দিয়েও রাস্তা দুটির একটিরও কোনো সংষ্কার করেনি। অবশেষে বাধ্য হয়ে এলাকাবাসী নিজ উদ্যোগে সংষ্কার কাজে হাত দেন।

স্থানীয় বেলাসী প্রগতি একাডেমীর প্রধান শিক্ষক মঞ্জুরুল হক জানান, কোঠামনির বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদদের সভাপতি আশরাফুল আলম, স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি মো. শরীফ, সমাজসেবী এমারত হোসেন, ফাইজ উদ্দিন, , রফিকুল ইসলামসহ এলাকার বিভিন্ন কমিউিনিটির প্রতিনিধি ও সাধারণ মানুষ নিজ হাতে ইটা, বালি খোয়া বহন করে রাস্তা সংষ্কারের চেষ্টা করেছেন।

 

এবিএন/নুরুল আমীন সিকদার/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ