আজকের শিরোনাম :

রাঙামাটিতে জেএসএসের কর্মীকে গুলি করে হত্যা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০১৮, ১২:৪৩

রাঙামাটির লংগদুতে বাজা চাকমা (৩৫) নামে জনসংহতি সমিতির (এমএন লারমা) এক কর্মীকে গুলিতে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের বড়াদম গ্রামের বান্দরতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বাজা চাকমা ওই ইউনিয়নের পূন্যসেন কারবারীপাড়া  গ্রামের সুরেন্দ্র চাকমার ছেলে।
জেএসএস (এমএন লারমার) লংগদু উপজেলা সভাপতি অলঙ্গ চাকমা বলেন, ‘কয়েক দিন ধরে বাজা চাকমাকে হত্যার হুমকি দিয়ে আসছিল ইউপিডিএফ। সেই ভয়ে বাজা নিজ বাড়িতে না থেকে স্থানীয় দুলালীর মায়ের বাসায় ছিলেন। কিন্তু রাত ১টার দিকে ইউপিডিএফের ছয়জনের একটি গ্রুপ বাজা চাকমাকে হত্যা করে পালিয়ে যায়।

এদিকে ইউপিডিএফের তথ্য ও প্রচার বিভাগের প্রধান নীরন চাকমা ঘটনাটি অস্বীকার করে বলেন, এমন কোনো ঘটনা আমার জানা নেই। আর এটি তাদের কোন্দলের কারণে হতে পারে। এ ঘটনার সঙ্গে আমাদের সংগঠন কোনোভাবেই জড়িত নয়।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন কুমার সামন্ত বলেন, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। বিস্তারিত এসে জানাতে পারব।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ