আজকের শিরোনাম :

রাজবাড়ীতে ‘বন্দুকযুদ্ধে’ হত্যা মামলার আসামি নিহত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০১৮, ১১:১৭

রাজবাড়ীতে ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি মোহাম্মদ আলী শেখ (৩৫) নিহত হয়েছে। 

বৃহস্পতিবার (৮ নভেম্বর) দিনগত রাত দেড়টার দিকে জেলা সদরের কুঠি পাঁচুরিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত মোহাম্মদ আলী শেখ পাচুরিয়া ইউনিয়নের দয়াল বন্ধু গ্রামের ওহাব আলী শেখের ছেলে।

পুলিশের ভাষ্য, মোহাম্মাদ আলী চরমপন্থি সংগঠন সর্বহারা লাল পতাকার আঞ্চলিক কমান্ডার ছিলেন এবং তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, অপহরণসহ বিভিন্ন অভিযোগে থানায় মামলা রয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, একদল চরমপন্থির অবস্থানের খবর পেয়ে পুলিশের একটি দল রাতে কুঠি পাচুরিয়া এলাকায় অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা গুলি করে। এ সময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। একপর্যায়ে অন্যরা পালিয়ে গেলেও মোহাম্মদ আলীকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ একটি পিস্তল, একটি দোনালা বন্দুক ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে। 

এ অভিযানে জিয়াউল ও রমজান নামে দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ