আজকের শিরোনাম :

কালিহাতীতে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০১৮, ১১:০৫

ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু সংযোগ মহাসড়কের কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ ৩ জন নিহত হয়েছেন। 

আজ শুক্রবার (৯ নভেম্বর) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

ঘটনাস্থলেই নিহত হন সিএনজিচালক এবং চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মারা যান আরও ২ জন।

নিহত সিএনজি চালক ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের সারপলিশা গ্রামের মৃত আক্তার আলীর ছেলে ছবুর মিয়া (৩৫)। নিহত অপর দুজনের নাম পরিচয় এখনো জানা যায়নি।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্র্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, বঙ্গবন্ধু সেতু পূর্ব এলাকা থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী একটি সিএনজিচালিত অটোরিকশা কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় পৌঁছলে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি বাস সামনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজির চালক নিহত হন। আহত হন আরও দুজন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিংসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে তাদেরও মৃত্যু হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ থাকলেও বর্তমানে স্বাভাবিক রয়েছে।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ