আজকের শিরোনাম :

চুয়াডাঙ্গায় বন্দুকযুদ্ধে শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০১৮, ১৮:৫৩

চুয়াডাঙ্গায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে পাপ্পু হোসেন (৩০) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল বুধবার (৭নভেম্বর) দিবাগত রাত দিকে সদর উপজেলার উজলপুর খরকুড়োর মাঠে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।  

নিহত পাপ্পু হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়ীয়া গ্রামের বজলুর রহমানের ছেলে ও এই অঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন খাঁন জানান, পুলিশের একটি চৌকস টিম বুধবার রাতে মাদক পাচারের গোপন সংবাদে উজলপুর এলাকায় টহল দিচ্ছিল পুলিশ। মাদক কারবারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পর পর দুটি বোমা নিক্ষেপ করলে পুলিশের দু’জন সদস্য আহত হলে পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় ১০ মিনিট মাদক ব্যবসায়ীদের সাথে পুলিশের বিনিময়ের একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা পিছু হটে।

পরে পুলিশ স্থানীয়দের সাথে নিয়ে ঘটনাস্থলে গেলে গুলিবিদ্ধ অবস্থায় পাপ্পুকে পরে থাকতে দেখে পুলিশ তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি ওয়ান শ্যুটারগান, দুই রাউন্ড গুলি, চারটি হাতবোমা ও একবস্তা ফেনসিডিলি উদ্ধার করা হয়েছে।  পাপ্পুর বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানাসহ বিভিন্ন থানায় মাদক ও অস্ত্রসহ ছয়টি মামলা রয়েছে।

 এবিএন/সনজিত কর্মকার/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ