আজকের শিরোনাম :

আদমদীঘিতে মা-মেয়ের মৃত্যু নিয়ে আলোড়ন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০১৮, ২২:১৩

বগুড়ার আদমদীঘিতে গতকাল মঙ্গলবার (৬ নভেম্বর) সন্ধায় একই সাথে মা ও মেয়ের মৃত্যু নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে।  এঘটনায় মা-ফাতেমার লাশ পুলিশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছেন মেয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা যায়।  এ ব্যাপারে থানায় ইউডি মামলা দায়ের হয়েছে।

জানা যায়, আদমদীঘির ধামাইল দক্ষিণ পাড়া আব্দুর রহমানের স্ত্রী ফাতেমা বেগম (৩৫) গত মঙ্গলবার সাড়ে ৫ টায় মারা যায় কিছুক্ষণ পর তার নবম শ্রেণি স্কুল পড়ুয়া ছাত্রী নিহতের মেয়ে কল্পনা (১৫) বিষাক্ত গ্যাস বড়ি সেবন করে অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেয়।  তার অবস্থা অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে নিলে সেখানে সে মারা যায়।  এদিকে একই সাথে মা ও মেয়ের মৃত্যুর ঘটনায় এলাকায় আলোড়ন সৃষ্টি হয়।  নানা জনের নানা প্রশ্ন দেখা দেয়।  পরিবারের দাবি মা ফাতেমা বেগম বিভিন্ন অসুখে অসুস্থ ছিলেন, সে স্বাভাবিক ভাবে মৃত্যুবরণ করেন।  মায়ের মৃত্যুতে মেয়ে শোকে বিষপানে আত্মহত্যা করেছেন।

মামলার সুরতহালকারী অফিসার এসআই  সাম মোহাম্মদ জানায়,  মা ও মেয়ের মৃত্যু নিশ্চিত করে।

অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম মনির বলেন, প্রাথমিক তদন্তপূর্বক জানা যায় মেয়ে কল্পনা বিষক্রিয়ায় মারা গেছে এবং ফাতেমা বিভিন্ন ভাবে অসুস্থ ছিল তবে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে ময়না তদন্তের রির্পোট হাতে পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।

এবিএন/আনোয়ার হোসাইন/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ