আজকের শিরোনাম :

পাঁচবিবিতে কঠিন চীবর দানোৎসব উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০১৮, ২১:১৯

জয়পুরহাটের পাঁচবিবি পীরপাল বৌদ্ধবিহারে শুভ প্রবারণা ও কঠিন চীবর দানোৎসবে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

আজ বুধবার দানোত্তম শুভ কঠিন চীবর দনোৎসব উপলক্ষে পীরপাল পদ্মবীণা বৌদ্ধবিহার ও শিশু শিক্ষা নিকেতন পরিচালনা কমিটির আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী অংশ হিসেবে সকালে বিশ্ব শান্তি কামনায় মঙ্গল সূত্র পাঠ, ভিক্ষু সংঘের প্রাতরাশ গ্রহণ, ভিক্ষু সংঘকে পিন্ড দান, দুপুরে বর্ণাঢ্য র‌্যালী পিরপাল বৌদ্ধবিহার এলাকা প্রদক্ষিণ করে।

বিকেলে দানোত্তম কঠিন চীবর দান সভা বিহার চত্বরে অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা শালবন বৌদ্ধ বিহার সহ অনেক বিহারের প্রতিষ্ঠাতা ভদন্ত শীলভদ্র মহাথের।  

প্রধান অতিথির বক্তব্য রাখেন- জয়পুরহাট জেলা পুলিশ সুপার রশীদুল হাসান, অনুষ্ঠানের উদ্বোধন করেন পীরপাল বৌদ্ধবিহারের প্রতিষ্ঠাতা ও গৃহায়ণ লিঃ বাংলাদেশ এর চেয়ারম্যান এবং জাতীয় বৌদ্ধ নেতা প্রকৌশলী অধ্যাপক মৃনাল কান্তি বড়ুয়া, স্বাগত বক্তব্য রাখেন বিহার অধ্যক্ষ শীল রক্ষিত ভিক্ষু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান রাজিবুল আলম, থানার অফিসার্স ইনচার্জ বজলার রহমান, কুসুম্বা ইউপি চেয়ারম্যান মুক্তার হোসেন মন্ডল, পামডোর সভাপতি ডাঃ দিজেন্দ্রনাথ সরকার, উত্তরবঙ্গ বুড্ডিস্ট এসোসিয়েশনের সাধরাণ সম্পাদক বৌদ্ধনাথ টপ্য, ভারপ্রাপ্ত সভাপতি বাবুল সিংগ, ইউপি সদস্য শফিকুল ইসলাম বাবু, পামডোর পরিচালক হৈমন্তি সরকার, ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য সচিব আঃ মন্নান মন্ডল, কঠিন চীবর দনোৎসবের প্রদান সমন্বয়কারী ডাঃ গজেন সরকার, পীরপাল পদ্মবীণা বৌদ্ধবিহারের সভাপতি অনিমেষ সরকার, সাধরাণ সম্পাদক স্পপন কুমার সরকার প্রমুখ।

এবিএন/সজল কুমার দাস/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ