আজকের শিরোনাম :

ফুলবাড়ীয়ায় ৩দিন ব্যাপি তাবলীগী ইজতেমা শুরু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০১৮, ২০:১৩

বাংলাদেশ আহলে হাদিস তাবলীগে ইসলাম এর ৩দিন ব্যাপি ২৬তম কেন্দ্রীয় তাবলীগী ইজতেমা-২০১৮ ফুলবাড়ীয়ার আন্ধারিয়াপাড়া মারকাজ জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে।  আজ বুধবার (৭ নভেম্বর) বাদ আছর ইজতেমার উদ্বোধন করেন বাংলাদেশ আহলে হাদিস তাবলীগে ইসলাম এর আমীর শায়েখ মুফতি মুনির উদ্দিন।

উদ্বোধনী বক্তব্যে স্ব-স্ব ধর্ম পালনের মাধ্যমে বাংলাদেশের ঐক্য সমুন্নত ও সু-দৃঢ় রাখার আহবান জানান সংগঠনটির কেন্দ্রীয় আমীর। এ সময় এএসপি (ত্রিশাল সার্কেল) আব্দুর রাকিব খান, বাংলাদেশ আহলে হাদিস তাবলীগে ইসলামের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শহিদুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক মাও. ইয়াকুব আলী, শূরাহ সদস্য মাও. ওমর ফারুক, মাও. মোঃ আব্দুর রাজ্জাক, মাও. তালেব উদ্দিন, ক্বারী আঃ মজিদ খান, মাও. বোরহান উদ্দিন, মাও. মোঃ ফিরুজ প্রমূখ উপস্থিত ছিলেন।

দেশের বিভিন্ন জায়গা থেকে ধর্মপ্রাণ মুসল্লীগন আসতে শুরু করেছে। ৩ দিনের এ ইজতেমায় লক্ষাধিক মুসল্লীদের উপস্থিতিতে চলবে আগামী ৯ নভেম্বর শুক্রবার পর্যন্ত। এ সময় আহলে হাদীসের বিভিন্ন পর্যায়ের আলেম-ওলামাগণ বয়ান রাখবেন। শনবিার সকাল ৭টার দিকে মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার সমাপ্তি হবে বলে জানান প্রেস সচিব আল-আমিন।
 
 এবিএন/হাফিজুল ইসলাম স্বপন/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ