আজকের শিরোনাম :

পাইকগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০১৮, ২২:৩৪

পাইকগাছায় রবি/খরিপ-১ (২০১৮-১৯) মৌসুমে ভুট্টা, সরিষা, বিটি বেগুন, বোরাধান, গ্রীষ্মকালীন মুগ ও তিল ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনা কর্মসূচীর আওতায় ৮৬০জন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়নার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডভোকেট শেখ মোঃ নূরুল হক।  বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট স ম বাবর আলী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা পঙ্কোজ কান্তি মজুমদার, সহকারী কমিশনার (ভূমি) ডাঃ মোঃ আব্দুল আউয়াল, আওয়ামী লীগনেতা আব্দুর রাজ্জাক মলঙ্গী, রতন ভদ্র।

স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিমের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম মোজাহার আলী, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদ, যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সরাজ উদ্দীন, মিজানুর রহমান, অরুণ পাল, ডল্টন রায়, মিন্টু রায়, শেখ তোফায়েল আহম্মেদ তুহিন ও কৃষক শ্যামাপদ মন্ডল।

এবিএন/তৃপ্তি রঞ্জন সেন/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ