আজকের শিরোনাম :

পাইকগাছায় ৪টি মেগা উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০১৮, ২২:২৪

পাইকগাছায় ১৭ কোটি ২০ লাখ টাকা ব্যয় সম্বলিত ৪টি মেগা উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এর উদ্বোধন করেছেন সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডভোকেট শেখ মোঃ নূরুল হক।

তিনি আজ মঙ্গলবার দুপুরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপজেলা পরিষদ চত্ত্বরে ৯ কোটি টাকা ব্যয় সম্বলিত উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এরআগে তিনি ৭ কোটি ব্যয় সম্বলিত উপজেলা কমপ্লেক্সের অভ্যন্তরে ৫শ আসন বিশিষ্ট অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সকালে তিনি ৭০ লক্ষ টাকা ব্যয় সম্বলিত নতুন বাজার এবং ৫০ লক্ষ টাকা ব্যয় সম্বলিত গদাইপুর বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়নার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট স ম বাবর আলী, সহকারী কমিশনার (ভূমি) ডাঃ মোঃ আব্দুল আউয়াল, উপজেলা কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রশান্ত কুমার রায়, আওয়ামী লীগনেতা আব্দুর রাজ্জাক মলঙ্গী, রতন ভদ্র, আমিরুল ইসলাম, যুবলীগনেতা শেখ মাসুদুর রহমান, শেখ সোহরাওয়ার্দী, প্রণব কান্তি মন্ডল, জগদীশ চন্দ্র রায়, শেখ কবিরুল ইসলাম কবির, শেখ রবিউল ইসলাম, সরদার জালাল উদ্দীন, ইউপি সদস্য শেখ জাকির হোসেন লিটন, জবেদ আলী গাজী, সুমন আহম্মেদ, আসিফ ইকবাল রনি, জাহিদুল আলম, সঞ্জয় ঘোষ, ঠিকাদারী প্রতিষ্ঠানের শেখ ফজলুল হক লাভলু, উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম মসিয়ার রহমান, তানভীর হোসেন রাসেল, তরিকুল ইসলাম ও খুরশিদ আলম।

এবিএন/তৃপ্তি রঞ্জন সেন/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ