আজকের শিরোনাম :

ধুনটে ফসল নষ্ট করে জোরপূর্বক ঘরবাড়ী নির্মাণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০১৮, ২২:১৫

বগুড়ার ধুনটে পূর্ব শত্রুতার জের ধরে বাদশা মিয়া নামের এক কৃষকের জমির সফল নষ্ট করে জোরপূর্বক ঘরবাড়ী নির্মাণ করেছে প্রতিপক্ষ। এতে বাধা দেওয়ায় প্রতিপক্ষ লোকজন কৃষক বাদশা মিয়া সহ তিনজনকে পিটিয়ে আহত করেছে।

আজ মঙ্গলবার সকালে মথুরাপুর ইউনিয়নের অলোয়া গ্রামে এঘটনা ঘটে। এঘটনায় ওই কৃষক বাদী হয়ে একই গ্রামের বজলার রহমান সহ ১১ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগসূত্রে জানাগেছে, মথুরাপুর অলোয়া গ্রামের মৃত আব্দুল শেখের ছেলে বজলার রহমান তার পৈত্রিক ১৪ শতক জমি গত ২০ বছর আগে তার ভাই সোলায়মান আলীর কাছে বিক্রি করেন। ক্রয়সূত্রে সেই জমি সোলায়মান আলীর ছেলে বাদশা মিয়া চাষাবাদ করে ভোগ দখল করে আসছেন। কিন্তু পূর্ব শত্রুতার জের ধরে মঙ্গলবার সকালে বজলার রহমান, তার ভাই আকবার আলী সহ ১০/১২ জন ব্যক্তি কৃষক বাদশা মিয়ার ১৪ শতক জমির মরিচ ও বেগুনের গাছ উপড়ে ফেলে সেখানে টিনের ঘরবাড়ী নির্মাণ করেছে। এসময় বাধা দিতে গেলে বজলার রহমান ও তার লোকজন কৃষক বাদশা মিয়া, স্ত্রী মুশিদা বেগম ও তার পিতা সোলায়মান আলীকে পিটিয়ে আহত করে।

ধুনট থানার এসআই শফিউল আলম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এবিএন/ইমরান হোসেন ইমন/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ