আজকের শিরোনাম :

মদনে হানাদার মুক্ত দিবস পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০১৮, ২২:০৮

যথাযোগ্য মর্যাদায় ও আনন্দঘন পরিবেশে বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে আজ মঙ্গলবার নেত্রকোনার মদনে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। এ দিবসটির উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ, আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন, বিজয় র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্টিত হয়।

বিজয় র‌্যালি শেষে উপজেলা পরিষদ মুক্ত মঞ্চে মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে   ইউএনও ও মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা কমান্ডের প্রশাসক মোঃ ওয়ালীউল হাসানের  সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নেত্রকোনা-৪ আসনের সাংসদ রেবেকা মমিন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট সাফিয়া সুলতানা, সাবেক জেলা কমান্ডার নূরুল আমিন, মদন উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুছ,সাধারণ সম্পাদক আবুল বাশার খান এখলাছ,মোহনগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদ ইকবাল,পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার,জেলা পরিষদ সদস্য একে এম সাইফুল ইসলাম হান্নান,আয়েশা আক্তার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হেলাল উদ্দীন তালুকদার,মুক্তিযোদ্ধা আব্দুর রহিম  প্রমূখ।

এবিএন/তোফাজ্জল হোসেন/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ