আজকের শিরোনাম :

বড়াইগ্রামে কৃষি প্রনোদনার বীজ ও সার বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০১৮, ২১:২৪

নাটোরের বড়াইগ্রামে মঙ্গলবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে প্রান্তিক কৃষককে বিনামূল্যে কৃষি প্রনোদনা হিসাবে সরিষা, গম, ভুট্টা ও তিলের বীজ ও সার বিতরণ করা হয়। সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি প্রধান অতিথি হিসাবে নির্বাচিত দুই  হাজার ৫০০ কৃষকের হাতে বীজ ও সার তুলে দেন।

উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও আনোয়ার পারভেজের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি সাংসদ আব্দুল কুদ্দুস বলেন, বর্তমান কৃষি বান্ধব সরকার কৃষিতে বৈজ্ঞানিক পদ্ধতি যথাযথ ভাবে অনুসরণ করায় দেশ আজ খাদ্যে সয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। তিনি বলেন, দেশে মানুষ বেড়েছে, কৃষি জমি কমেছে কিন্তু খাদ্য উৎপাদন তার সাথে পাল্লা দিয়ে বেড়েছে। কৃষি বান্ধব সরকারের কারণেই এটা সম্ভব হয়েছে। তাই এই উন্নয়নের ধারা অব্যহত রাখতে আবারও নৌকায় ভোট দিয়ে সরকারের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন কৃষি কর্মকর্তা ইকবাল আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজিয়া সুলতানা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল জলিল, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, আদর্শ কৃষক এএইচএম কামাল, মাহতাব উদ্দিন প্রমূখ।

এবিএন/আশরাফুল ইসলাম/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ