আজকের শিরোনাম :

তাড়াইল উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের শপথ গ্রহণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০১৮, ১৮:১১

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজিজুল হক ভূইয়া মোতাহার শপথ গ্রহণ করেছেন।  আজ মঙ্গলবার বেলা ১১ টায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ শপথ অনুষ্ঠিত হয়।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন- স্থানীয় সরকার মন্ত্রণালয় ঢাকা বিভাগের পরিচালক এম ইদ্রিস আলী।  শপথ বাক্য পাঠ করান- ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার কে.এম আলী আজম।  

উক্ত শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ আসাদুল হক, কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট জিল্লুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দামিহা ইউপির চেয়ারম্যান হুমায়ূন কবির ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক আফরোজ আলম ঝিনুক, দিগদাইড় ইউপির চেয়ারম্যান মো. গোলাপ হোসেন ভূইয়া, জাওয়ার ইউপির জিয়াউর রহমান, তালজাঙ্গা ইউপির চেয়ারম্যান মো. সেলিম খাঁন, রাউতি ইউপির সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন তারেক, উপজেলা ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা মো. সাইফুল ইসলাম সুমন, দৈনিক আমার সংবাদের ষ্টাফ রিপোর্টার মো.এনায়েত উল্লাহ,  কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সহ- সভাপতি ফখরুল আলম মুক্তা,  তাড়াইল উপজেলা ছাত্রলীগের নেতা মো.জাকির হোসেন খেলন, হুমায়ূন কবির, কায়েস আহম্মেদ রানা প্রমুখ।  

উল্লেখ্য, গত ৩ অক্টোবর তাড়াইল উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ- নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজিজুল হক ভূইয়া মোতাহার ৪৮০৬৫ ভোট পেয়ে বে-সরকারী ভাবে নির্বাচিত হন। গত ১৮ জুলাই  উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন ভূইয়া কাঞ্চন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে পদটি শূন্য ঘোষণা করেন নির্বাচন কমিশনার। পরে গত ৩ সেপ্টেম্বর নির্বাচন কমিশনার তফসিল ঘোষণার প্রেক্ষিতে এ নির্বাচন সম্পন্ন হয়।

এবিএন/এনায়েত উল্লাহ/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ