বগুড়ার শেরপুরে বিএনপি’র অঙ্গ সংগঠনের প্রতিনিধি সভা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০১৮, ১৭:৫৬

বগুড়ার শেরপুরে জাতীয়তাবাদী দল (বিএনপি)”র শেরপুর-ধুনট উপজেলার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্দ্যোগে সকাল বাজার এলাকায় গত সোমবার সন্ধ্যায় নবমী সিনেমা হলরুমে এক প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।  শেরপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র উপদেষ্টা ও শেরপুর উপজেলা বিএনপির আহবায়ক জানে আলম খোকা।

প্রধানবক্তা হিসাবে উপস্থিত ছিলেন শহর বিএনপি’র সভাপতি বি এইচ এম কামরুজ্জামান রাফু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব পিয়ার হোসেন পিয়ার, শেরপুর শহর বিএনপি’র সাধারণ সম্পাদক শাহ আলম পান্না, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান মিলন, ধুনট শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আকতার আলম সেলিম,

ধুনট শহর বিএনপির সিনিয়র সহ সভাপতি আবুল মুনছুর আহম্মদ পাশা, ধুনট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আপেল মাহমুদ,বিএনপি নেতা মির্জা নজরুল ইসলাম, শেরপুর উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুর রহমান ময়দান, শেরপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুদ্দৌলা মামুন, যুবদল নেতা মুঞ্জুরুল আলম বাপ্পি, শাহাবুল করিম, অশোক মাহমুদ রোমান,  আনোয়ার হোসেন, কামরুজ্জামান, রাজ্জাকুল কবির, আব্দুল হালিম, মহসিন আলম, আব্দুল হালিম, আরিফুল ইসলাম টগর, ইমরান আরিফ বিজয়, আবু তালহা শামিম, নিয়ামুল আলম তালুকদার, আলফিজুর রহমান স্বপন, শাহাদৎ হোসেন পিষ্টন, শাহাদত হোসেন,

স্বেচ্ছাসেবকদল নেতা আ.খ.ম রেজাউল করিম রেজা, আনোয়ার হোসেন ভিক্ষু,এজিএস সেলিম,  কৃষকদল নেতা মাহফুজুর রহমান, আফসার আলী, আব্দুল হান্নান রোকন, আব্দুর রাজ্জাক, নুরুন্নবী হাসান, শাহিদুল ইসলাম, জাহাঙ্গীর ইসলাম, ছাত্রদল নেতা নূর-নবী হাসান পিটু,শফিউল আলম সবুজ,তরিকুল ইসলাম স¤্রাট, আইয়ুব আলী মন্ডল,শ্রমিকদল নেতা ইউসুফ আব্দুল্লাহ হারুন, খোরশেদ আলম লিটন জামরুল ইসলাম, আনোয়ার হোসেন প্রমুখ।

প্রধান অতিথি বলেন সংলাপের মাধ্যমে কোন দাবি ও সমস্যার সমাধান হবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে লড়াই সংগ্রামের মাধ্যমে মুক্ত করতে হবে। আন্দোলনের বিকল্প নেই তাই সকলকে প্রস্তুত থাকার নির্দেশ ও আগামী ৮ নভেম্বর মহাসমাবেশের ঘোষনা দেন।


এবিএন/শহিদুল ইসলাম শাওন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ