আজকের শিরোনাম :

কক্সবাজার থেকে অপহৃত শিশু চট্টগ্রামে উদ্ধার : গ্রেফতার ২

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০১৮, ১৭:৪৫

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকা থেকে অপহরণের দুই মাস ২১ দিন পর নাঈমুল হাসান (৭) নামে এক শিশুকে উদ্ধার করেছে র‌্যাব সদস্যরা। এসময় অপহরণকারী দুই সহোদর ভাইকে গ্রেফতার করা হয়।

গতকাল সোমবার রাত ১২টার দিকে বাকলিয়া থানা রফিক সওদাগরের কলোনী থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

গ্রেফতার দুই অপহরণকারী হলেন, লক্ষীপুর জেলার রামগতি থানা সবুজ গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে মো. সোহেল (৩০) ও তার সহোদর ছোট ভাই মো. পারভেজ (২২)। দুজনই চট্টগ্রামের বাকলিয়া থানা রফিক সওদাগর কলোনীর ৪ নং বাসায় ভাড়া থাকেন।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারি পরিচালক মাশুকুর রহমান। তিনি বলেন, গত ২৪ আগষ্ট কক্সবাজার পেকুয়া থেকে শিশু নাঈমুল হাসান অপহৃত হয়েছে বলে একটি অভিযোগ করেন পিতা আব্দুল হাই।  অভিযোগের সূত্র ধরে অভিযানে নামে র‌্যাব।

প্রযুক্তির সহায়তায় তারা জানতে পারে নাঈমুল হাসানকে অপহরণ করে বাকলিয়ার রফিক সওদাগর কলোনির একটি কক্ষে দীর্ঘদিন ধরে জিম্মি করে রেখেছে। গতকাল সোমবার রাতে সেখানে অভিযান চালিয়ে অপহৃত শিশু নাঈমুলকে উদ্ধার করা হয় এবং অপহরণকারী দুই সহোদর ভাইকে গ্রেফতার করা হয়।


এবিএন/রাজীব সেন প্রিন্স/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ