আজকের শিরোনাম :

নওগাঁয় সরকারি কর্মকর্তাগণের সাথে অ্যাডভোকেসি প্লাটফর্মের মতবিনিময়

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০১৮, ১৬:৫০

বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও দলিত জনগোষ্ঠীর অধিকার ভিত্তিক ও স্থায়ীত্বশীল উন্নয়ন নিশ্চিতকরণের লক্ষ্যে নেটওয়ার্ক অফ নন-মেইনস্ট্রিমড মারজিনালাইজড কমিউনিটিজ (এনএনএমসি) ফাউন্ডেশন হেকস/ইপার এর সহায়তায় অধিকার ভিত্তিক উন্নয়ন কার্যক্রম পরিচালিত করছে।

উক্ত উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতায় নওগাঁর পত্নীতলায় উপজেলা অ্যাডভোকেসি প্লাটফর্ম ও নেটওয়ার্কিং ফর ইনক্লুশান এন্ড এমপাওয়ারমেন্ট অফ দলিত’স এন্ড নৃতাত্ত্বিক ইনদি নর্থ-ওয়েস্ট অফ বাংলাদেশ প্রকল্প এর আয়োজনে আজ মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে সরকারি কর্মকর্তাগণের সাথে অ্যাডভোকেসি প্লাটফর্মের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপজেলার দলিত ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে বিদ্যমান সমস্যা এবং সম্ভাব্য উন্নয়নের উদ্যোগ নিয়ে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম।

উপজেলা অ্যাডভোকেসি প্লাটফর্মের সভাপতি মোশাররফ হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার পত্নীতলা সার্কেল তারেক জুবায়ের, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পরিমল কুমার চক্রবর্তী, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও পত্নীতলা প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুলতান আহম্মেদ, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মমতাজ উদ্দীন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম, অ্যাডভোকেসি প্লাটফম রংপুরের সমন্বয়ক শফিকুল ইসলাম উপজেলা অ্যাডভোকেসি প্লাটফর্মের সাধারণ সম্পাদক নরেন চন্দ্র পাহান সহ অন্যান্য কর্মকর্তা, আদিবাসী নেতা, সূধীজন প্রমূখ।

এবিএন/ব্রেলভীর চৌধুরী/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ