চট্টগ্রামে চার থানায় শীর্ষ সন্ত্রাসী ও অবৈধ অস্ত্রধারীর তালিকা প্রকাশ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০১৮, ১৬:৩২

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সক্রিয় হয়ে উঠেছে পেশাদার এবং উঠতি সন্ত্রাসীরা। রাজনৈতিক দলের নেতাদের ছত্রছায়ায় পুলিশের তালিকাভুক্ত বা এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা ভোটের মাঠ দখলের চেষ্টায় এখন থেকে মরিয়া হয়ে উঠেছে। এলাকাভিত্তিক শীর্ষ সন্ত্রাসীদের সেল্টারে উঠতি ও মৌসুমী সন্ত্রাসীদেরও আনাগোনা বেড়েছে।

চট্টগ্রামের জেলা প্রশাসন আশংকা করছে নির্বাচনকে সামনে রেখে সীমান্ত পথেও অস্ত্রের চালান আসতে পারে। আশংকা থেকেই চট্টগ্রাম জেলার সীমান্ত পথে অস্ত্রের চালান ঠেকাতে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। সতর্ক অবস্থানে থাকার জন্য বিজিবিকে নির্দেশনা দেয়া হয়েছে। সেই সাথে সীমান্তবর্তী থানাগুলোকেও ব্যাপক আকারে অভিযান ও তল্লাশি চালাতে বলা হয়েছে। নির্বাচনকে ঘিরে তিন পার্বত্য জেলার পাহাড় থেকে যেন অস্ত্রের চালান না আসতে পারে সেই ব্যাপারেও তৎপরতা বৃদ্ধি করেছে পুলিশ।

এবিষয়ে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বলেন, আগামী নির্বাচনকে ঘিরে যেন কোন এ অঞ্চলের সীমান্ত দিয়ে সড়ক, সাগরপথ এবং পাহাড়ি পথে অস্ত্রের চালান যেন না আসতে পারে সে বিষয়ে প্রয়োজন ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশনা দেয়া হয়েছে।

বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত বিভাগীয় আইন শৃঙ্খলা কমিটির সভায় বিভাগীয় কমিশনার আবদুল মান্নান এ ব্যাপারে পুলিশ সুপার ও জেলা প্রশাসকদের সতর্ক থাকার নির্দেশ দেন। তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে এ অঞ্চলের সীমান্ত দিয়ে সড়ক, সাগরপথ এবং পাহাড়ি পথে অস্ত্রের চালান আসতে পারে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সন্ত্রাসীরা যেন বেপরোয়া হয়ে উঠতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে জানালেন চট্টগ্রাম জেলা প্রশাসক ইলিয়াস হোসেন। বলেন, আগামী নির্বাচনে যেন কোন সন্ত্রাসী কার্যক্রম না হয় সে বিষয়ে নগরীর প্রতিটি থানায় শীর্ষ সন্ত্রাসী, অবৈধ অস্ত্র ব্যবহারকারী ও বিক্রেতাদের তালিকা তৈরি করে তাদের গ্রেফতারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

নির্দেশনা মোতাবেক অবৈধ অস্ত্রের ঝন ঝনানি ও নির্বাচনে নাশকতা রোধে অবৈধ অস্ত্রধারী ও চিহ্নিত সন্ত্রাসীদের ভিন্ন ভিন্ন তালিকা তৈরি করেছে নির্দিষ্ট সময়ের মধ্যেই নগরীর থানাগুলো তালিকা হালনাগাদ করে সিএমপি সদর দপ্তরে জমা দেয়। এর মধ্যে নগরীর চারটি থানায় একাধিক অস্ত্র মামলা ও শীর্ষ সন্ত্রাসী হিসেবে অন্তুভুক্ত করা হয়েছে ৭৭ জন। এদের মধ্যে ডবলমুরিং থানায় ৩৪ জন, হালিশহর থানায় ১৬ জন, আকবরশাহ থানায় ১০ জন এবং নগরীর পাহাড়তলী থানায় ১৭ জন শীর্ষ সন্ত্রাসীর নাম অন্তুভুক্ত করা হয়েছে।

ডবলমুরিং থানা সূত্রে জানা যায়, সিএমপি কমিশনার এর নির্দেশনায় চলতি বছরের অস্ত্রধারী সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ করা হয়েছে। তালিকায় ৩৪ জনের নাম রয়েছে যারা একাধিক অস্ত্র ও সন্ত্রাসী মামলার আসামী। এরমধ্যে এক নম্বরে রয়েছে পাঁচ মামলার আসামী নেছার আহমেদ প্রকাশ নেছার, দশ মামলার আসামী বেল্লাল হোসেন সেলিম (৩৮), দুই মামলার আসামী জাহিদুল আলম প্রকাশ লক্ষী (৩৪), নয় মামলার আসামী আলমগীর প্রকাশ ছোট আলমগীর (৩৪), চৌদ্দ মামলার আসামী সাইফুল ইসলাম প্রকাশ হাতকাটা সাইফুল (৩৪), চার মামলার আসামী ইকবাল হোসেন প্রকাশ সুমন (৩৪), সাত মামলার আসামী মো. ছগির হোসেন প্রকাশ ছগির (৩৩), এগারো মামলার আসামী মো. জসিম (২৯), তিন মামলার আসামী শহীদুল আলম মিন্টু প্রকাশ ব্লেক মিন্টু, তিন মামলার আসামী মো. মহসিন, চার মামলার আসামী এইচ এম সোহেল,

তিন মামলার আসামী সাদ্দাম, দুই মামলার আসামী ইমন, তিন মামলার আসামি খলিলুর রহমান বাপ্পি, দুই মামলার আসামী জিয়া, তিন মামলার আসামী মো. নুরুল আবছার প্রকাশ কালা আবছার, আট মামলার আসামী মো. গুলজার, দুই মামলার আসামী মো. বজল, দুই মামলার আসামী জামাই রিপন, দুই মামলার আসামী সুমন, এক মামলার আসামী মো. রাজু, পাঁচ মামলার আসামী জসিম উদ্দিন রাজু, এক মামলার আসামী ছগির প্রকাশ গরু ছগির, এক মামলার আসামী মো. সোহেল প্রকাল লক্ষীর ছেলে সোহেল,এক মামলার আসামী মহিউদ্দিন, দুই মামলার আসামী আলমগীর হোসেন আলো প্রকাশ পিচ্ছি আলো, চার মামলার আসামী সুমন প্রকাশ দাঁতলা সুমন, তিন মামলার আসামী মো. সাদ্দাম, তিন মামলার আসামী মো. সাইফুল ইসলাম প্রকাশ ফয়েস্টিং সাইফুল প্রকাশ পয়েজ স্টোর সাইফুল, এগারো মামলার আসামী ইমতিয়াজ খান প্রকাশ রনি প্রকাশ মাইকেল রনি, পাঁচ মামলার আসামী জালাল আহমেদ ফক্রু রানা, দুই মামলার আসামী বাবুল প্রকাশ ভাঙ্গা বাবুল, তিন মামলার আসামী আলাউদ্দিন আলো ও তিন মামলার আসামী জাহেদ প্রকাশ জুয়াড়ী জাহেদ।

হালিশহর থানা সূত্রে জানা যায়, সিএমপি কমিশনারের নির্দেশে থানা পুলিশ ১৬ জন শীর্ষ সন্ত্রাসীর তালিকা তৈরি করেছে।  হালিশহর থানার শীর্ষ সন্ত্রাসীর তালিকায় রয়েছে  পাঁচ মামলার আসামী মো. মাসুদ প্রকাশ মোটা মাসুদ, পাঁচ মামলার আসামী পিচ্ছি মাসুদ, চার মামলার আসামী শাহাদাত হোসেন, চার মামলার আসামী দিদারুল আলম, চার মামলার আসামী মো. মনির, ছয় মামলার আসামী মো. সোহেল, চার মামলার আসামী গোলাম শরীফ লালু, এক মামলার আসামী মো. কোরবান আলী, চার মামলার আসামী আবদুল মান্নান,একাধিক মামলার আসামী আবু সালেক রুবেল প্রকাশ কাকু রুবেল, মো. খোকন, তরিকুল ইসলাম জীবন, আরমান,এস্কান্দার, সাইফুল আসলাম প্রকাশ কালা সাইফুল ও মাইদুল টিপু।

আকবরশাহ থানা সূত্রে জানা যায়, শীর্ষ সন্ত্রাসীর তালিকায় ১০ জনের নাম রয়েছে। যারা আগামী সংসদ নির্বাচনে নাশকতা সৃষ্টি করতে পারে। এমন আশংকা থেকেই থানা পুলিশের তালিকায় রয়েছে ছয় মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী নুরে আলম প্রকাশ নুরু, চার মামলার আসামী সালাউদ্দিন চান্নু, দশ মামলার আসামী জানে আলম, দুই মামলার আসামী কাউসার প্রকাশ পিচ্ছি কাউসার, তিন মামলার আসামী রাজন প্রকাশ পুলিশ রাজন, তিন মামলার আসামী মো. সোহেল, দশ মামলার আসামী মো. এরশাদ হোসেন এরশাদ, দুই মামলার আসামী আলী আক্কাস, এগারো মামলার আসামী সফিকুল ইসলাম প্রকাশ মামুন ও পুলিশের সোর্স হিসেবে পরিচিত দশ মামলার আসামী আলাউদ্দিন প্রকাশ চট্টপট্টি আলাউদ্দিন। পুলিশের সোর্স হওযায় থানার নাকের ডগায় ঘুরে বেড়ায় বলে বিভিন্ন জনের অভিযোগ রয়েছে আলাউদ্দিনের বিরুদ্ধে।
পাহাড়তলী থানার তালিকা ১৭ জন শীর্ষ সন্ত্রাসীর নাম অন্তুভুক্ত করা হয়েছে যারা অতীতে সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত ছিলো।

শীর্ষ সন্ত্রাসীদের তালিকায় রয়েছে দশ মামলার আসামী সুজন মল্লিক, তেরো মামলার আসামী রহমত উল্যাহ ডন, আট মামলার আসামী মো. সোহেল, পাঁচ মামলার আসামী মো. ইয়াসিন, নয় মামলার আসামী কুতুবউদ্দিন, চার মামলার আসামী মো. আশরাফ, চার মামলার আসামী মো. শাহজাহান, ছয় মামলার আসামী মো. এরশাদ, দুই মামলার আসামী কামরুল হাসান রানা প্রকাশ কুত্তা রানা, তিন মামলার আসামী মো. মাসুদ, ছয় মামলার আসামী মো. আলী, তিন মামলার আসামী মো. রায়হান প্রকাশ ছোট রায়হান, ছয় মামলার আসামী কায়েস উদ্দিন অপু, চার মামলার আসামী রায়হান প্রকাশ গরু রায়হান ও পাঁচ মামলার আসামী মো. রাসেল।

নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, বিভিন্ন থানা পুলিশের তালিকাভুক্ত এসব সন্ত্রাসীদের অধিকাংশই পলাতক রয়েছে। তালিকাভুক্ত সন্ত্রাসীদের অনেকে পুলিশের সোর্স হিসেবেও কাজ করছে। অনেকে আবার রাজনৈতিক প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে।


এবিএন/রাজীব সেন প্রিন্স/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ