আজকের শিরোনাম :

বড়াইগ্রামে থ্রি-হুইলার চালকদের ফের বিক্ষোভ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০১৮, ২২:০১

মহাসড়কে নিষিদ্ধ যান থ্রি-হুইলার চলাচলের অনুমতি চেয়ে ফের বিক্ষোভ করেছে এর চালকেরা।  নাটোরের বড়াইগ্রাম উপজেলায় আজ সোমবার এ ঘটনা ঘটে। এঘটনায় ইউএনও বরাবর স্মারক লিপি দিয়েছেন তারা।

এর আগে ২৮ আগষ্ট তারা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় আকষ্মিক ভাবে উপস্থিত হয়ে প্রশাসনকে জিম্মি করে ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলাচলের অনুমতি নিয়েছিল। এরপর ঢিলেতালে মহাসড়কে চলাচল করছিল তারা।  অক্টোবরের ২১ তারিখে বনপাড়া হাইওয়ে থানায় ভরপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে যোগদান করেন আলীম হোসেন। তিনি এসেই মহাসড়কে যান চলাচল আইনের যথাযথ বাস্তবায়নের নির্দেশ দেন। আর এতেই বাধে বিপত্তী।

সকাল ১০টার দিকে তিন শতাধিক থ্রি-হুইলার, ব্যাটারী চালিত ভ্যান, হিউম্যান হলার, টেম্পু,ট্রাকটর চালক ও মালিকরা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরে যায়। সেখানে তাদের দাবির সাথে একাত্বতা ঘোষনা করে বক্তৃতা করেন বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, জাতীয় শ্রমিক জোটের যুগ্মসম্পাদক তফিজুল ইসলাম পারুল, শ্রমিক নেতা প্রভাষক মোয়াজ্জেম হোসেন বাবলু, কাউন্সিলর আতাউর রহমান মৃধা, সিএনটি চালক মিঠু মিয়া, ভ্যান চালক ইয়াকুব আলী প্রমূখ।

এসময় তারা বলেন, অধিকাংশ চালক-মালিক বিভিন্ন এনজিও, সংস্থা থেকে ঋণ নিয়ে গাড়ী গুলো কিনেছেন। আবার চলাচল ছাড়া বসে থাকলে চার্জার ভ্যানের ব্যাটারী নষ্ট হয়ে যাবে। তাই এগুলো চলাচল করার সুযোগ দরকার।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলীম হোসেন বলেন, সরকারের আইন বাস্তবায়েনের জন্যই আমাকে নিয়োগ দেওয়া হয়েছে।  আমি সেটাই করছি। কোনটা মানবিক আর কোনটা অমানবিক তা দেখার দায়িত্ব আমার নয় সরকারের।

ইউএনও আনোয়ার পারভেজ বলেন, সরকারী আইনের বিরুদ্ধে কথা বলার সুযোগ নাই। তাদের দেওয়া স্মারক লিপিটি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হবে।

এবিএন/আশরাফুল ইসলাম/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ