আজকের শিরোনাম :

মিয়ানমার সীমান্তরক্ষীদের দফায় দফায় গুলি, রোহিঙ্গা গুলিবিদ্ধ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০১৮, ১৯:১৭

কক্সবাজারের উখিয়ার পালংখালী সীমান্তের ভেতরে দফায় দফায় গুলি ছুড়েছে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)।  এতে গুলিবিদ্ধ হয়েছেন নুরুল ইসলাম নামের এক রোহিঙ্গা যুবক।  তাকে উখিয়ার কুতুপালং রেড ক্রিসেন্ট ফিল্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ রবিবার( ৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কয়েক দফায় থেমে থেমে ৪০ রাউন্ড গুলি বর্ষণ হয়েছে বলে জানিয়েছে বিজিবির ৩৪ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর ইকবাল।

তিনি বলেন, উখিয়ার বালুখালী সীমান্তের জিরো পয়েন্টের ওপার থেকে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি কয়েক দফায় গুলিবর্ষণ করেন। এতে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের নুরুল ইসলাম নামে এক রোহিঙ্গা যুবক গুলিবিদ্ধ হন।

তাকে উখিয়ার কুতুপালংস্থ রেডক্রিসেন্ট ফিল্ড হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ লিপি পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

এবিএন/এআর/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ