আজকের শিরোনাম :

ময়মনসিংহে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০১৮, ১০:৩৩ | আপডেট : ০৩ নভেম্বর ২০১৮, ১০:৪২

ময়মনসিংহে সদর উপজেলা ও মুক্তাগাছায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ২ জন নিহত হয়েছেন। 

পুলিশের দাবি, নিহত আবদুল্লাহ আল কাফি (৩১) ও আলমগীর হোসেন গুতু (২৭) তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী। 

শুক্রবার দিনগত মধ্যরাতে সদর ও মুক্তাগাছা উপজেলায় এ দুটি ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফুলবাড়িয়া থানার আমদালিয়া গ্রামের মো. আবদুল্লাহ হেল কাফি (৩১) ও সদর উপজেলার আলমাগীর (২৭)। 

ময়মনসিংহ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ কামাল আকন্দ বলেন, শুক্রবার মধ্যরাতে মুক্তাগাছার রসুলপুর ঝলই ব্রিজ এলাকায় ডাকাতরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সূত্রে পুলিশ এ খবর পেয়ে সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি চালায়। ডাকাতের গুলিতে আহত হন তিন পুলিশ সদস্য। তখন পুলিশও আত্মরক্ষার্থে শটগানের ফাঁকা গুলি ছুড়ে। পরে গুলিবিদ্ধ অবস্থায় আব্দুল্লার হেল কাফিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কাফির কাছ থেকে কাঠের বাটযুক্ত এলজি বন্দুক ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়েছে।

এদিকে ডিবির আরেকটি টিম শুক্রবার রাত দেড়টার দিকে কোতোয়ালি মডেল থানার ওসির (তদন্ত) নেতৃত্বে মাদকবিরোধী অভিযানে ময়মনসিংহ-কিশোরপঞ্জ সড়কের সদর উপজেলার সাহেব কাচারী বাজারের কাছে পৌঁছলে অজ্ঞাতনামা কয়েকজন মাদক ব্যবসায়ী পুলিশকে গুলি করে। এতে পুলিশ কনস্টেবল সাইদুল ইসলাম ও আরমান উদ্দিন আহত হন। আত্মরক্ষার্থে পুলিশও  গুলি করে। একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে মাদক ব্যবসায়ী আলমাগীরকে (২৭) গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ