আজকের শিরোনাম :

বাউফলে সিসি ক্যামেরার আওতায় জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০১৮, ১৮:০৭

পটুয়াখালীর বাউফলে আজ বৃহস্পতিবার (০১লা নভেম্বর) কঠোর নজরদারিতে নেওয়া হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা।

প্রশ্নপত্র ফাঁস ও নকল মূক্ত পরিবেশে পরীক্ষা নেয়ার লক্ষ্যে নেয়া হয়েছে বিশেষ ব্যাবস্থা।  উপজেলার প্রতিটি কেন্দ্রের পরীক্ষার কক্ষে বসানো হয়েছে সিসি ক্যামেরা। এছাড়া পরীক্ষা শুরুর ২৫ মিনিট পূর্বে লটারীর মাধ্যমে প্রশ্নপত্রের সেট নির্ধারন করা হয়েছে।

এ বছর উপজেলার ১৪টি কেন্দ্র ও ৪টি ভ্যানুতে মোট ৭ হাজার ৯শত ১১জন পরীক্ষার্থী অংশ গ্রহন করছে। বাউফল মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বরত ভারপ্রাপ্ত কর্মকর্তা ও কেন্দ্র সচিব জানান, নকল মূক্ত ও সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়ার জন্য পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে সংশ্লিষ্ট কেন্দ্র সচিবকে জানানো হয় কোন সেট প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে। এরপরে খোলা হয় প্রশ্নপত্রের মোড়ক।

নকল মূক্ত পরিবেশে পরীক্ষা নেয়ার লক্ষ্যে গত এসএসসি ও এইচএসসি পরীক্ষার শুরু থেকে এ নিয়ম চালু করা হয়েছে।


এবিএন/দেলোয়ার হোসেন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ