আজকের শিরোনাম :

সাপাহারে জেএসসি ও সমমান পরীক্ষায় অনুপস্থিত ১৯০

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০১৮, ১৭:৩৪

নওগাঁর সাপাহার উপজেলায় জেএসসি ও সমমান পরীক্ষা প্রথম দিনে শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত হয়েছে।  এ বছর উপজেলায় মোট ৩ টি ও ২ টি ভেন্যু ২৮১৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে এর মধ্যে ছাত্র ১৪৯৭ জন এবং ছাত্রী ১৩১৮ জন। প্রতিটি কেন্দ্র পরিদর্শন করেছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী ও সহকারী কমিশনার (ভূমি) সবুর আলী।

সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ে এবারের ৬৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৬৫৪ জন পরীক্ষার্থী।  এর মধ্যে ছাত্র ৩৯৯ এবং ছাত্রী ২৫৫ জন।  সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে এবারে ১১১০ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ১০৯৮ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৫৪৮ এবং ছাত্রী ৫৫০ জন।

সরফতুল্লাহ মাদ্রাসা কেন্দ্রে এবারে ১১৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৯৮১ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৪৯৭ জন এবং ছাত্রী ৪৮৪ জন।

সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ে (ভোকেশনাল) এবারের ১০১ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৮২ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৫৩ এবং ছাত্রী ২৯ জন।

এবিএন/নয়ন বাবু/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ