আজকের শিরোনাম :

নন্দীগ্রামে শান্তিপূর্ণ ভাবে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০১৮, ১৫:৫৫

সারাদেশে ন্যায় বগুড়ার নন্দীগ্রামে শান্তিপূর্ণ ভাবে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হয়েছে।

 প্রথম দিন জেএসসিতে বাংলা প্রথম পত্রের পরীক্ষা এবং জেডিসিতে কোরআন মাজিদ ও তাজবিদ বিষয়ের পরীক্ষায় অংশ নিয়েছে শিক্ষার্থীরা।  

উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার আজ বৃহস্পতিবার সকাল ১০টায় নন্দীগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন।

 এ সময় তিনি বলেন, পরীক্ষার্থী, শিক্ষক-অভিভাবকসহ সকলের জন্য আনন্দদায়ক ও উৎসবমুখর হবে এবারের জেএসসি ও জেডিসি পরীক্ষা। সম্পূর্ণ নকলমুক্ত, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা পরিচালনার জন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি।

নন্দীগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গিরিশ চন্দ্র জানান,  এ বছর নন্দীগ্রাম পাইলট হাইস্কুল কেন্দ্রে জেএসসিতে মোট ৮৭৬ জন পরীক্ষার্থীর মধ্য ৮৫২ জন জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহন করেছে।

এবার উপজেলার মোট ছয়টি কেন্দ্রে জেএসসি, জেডিসি ও নবম শ্রেণী ভকেশনাল বোর্ড সমাপণী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

 

এবিএন/দ্বৈত কুমার আকাশ/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ