আজকের শিরোনাম :

সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার সময় জেলে আটক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০১৮, ১৫:২৮

পশ্চিম সুন্দরবনের ৩৭নং কম্পার্টমেন্টের মুড়–লি খালে বিষ প্রয়োগ করে মাছ ধরার সময় হাতেনাতে দুই জেলেকে আটক করেছে স্মার্ট পেট্রোলিং টিম।

 গতকাল বুধবার দুপুরের পর সুন্দরবনে মাছ ধরা অবস্থায় দক্ষিন বেদকাশির পাতাখালি গ্রামের জেলে মৃত আব্দুল খালেক মোল্লার পুত্র ফজলুল হক মোল্লা (৫০) ও ফজলুল হক মোল্লার পুত্র হাবিবুল্লাহ (২৫) কে বিষের বোতল সহ নদীতে আটক করে ম্মার্ট পেট্রোলিং টিমের সদস্যরা।

 আটকৃতরা জানায়, জোড়শিং বাজারের কীটনাশকের দোকান থেকে রিপকর্ড কিনে তারা মাছ ধরে থাকে। এ ব্যাপারে আটক দুই জেলের বিরুদ্ধে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে বন আইনে মামলা দিয়ে জেলহাজতে প্রেরন করা হয়েছে। স্মার্ট পেট্রোলিং টিমের নেতৃত্ব দেন কাশিয়াবাদ ফরেষ্ট ষ্টেশন  কর্মকর্তা সুলতান মাহমুদ টিটো।


এবিএন/শহিদুল্লাহ/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ