আজকের শিরোনাম :

ধুনটে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান কর্মসূচি পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০১৮, ২২:২৮

বগুড়ার ধুনটে ধামাচামা সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের আয়োজনে ও সন্ধানী শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ইউনিটের সহযোগিতায় ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে।

আজ বুধবার সকাল ১১টায় সোনাহাটা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন।

বগুড়ার লিও ক্লাবের ভাইস প্রসিডেন্ট ও ধামাচামা সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি জিন্নাহুর রহমান রাকিবের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) জিন্নাত রেহেনা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাচ্চু, নূরজাহান আকতার রিক্তা, নিমগাছী ইউপি চেয়ারম্যান আজাহারুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজমল হক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল ইসলাম প্রমূখ।  দিনব্যাপি কর্মসূচিতে ছাত্র-ছাত্রী সহ ১৪শ মানুষের ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় এবং স্বেচ্ছায় দুই ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়েছে।

এবিএন/ইমরান হোসেন ইমন/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ