আজকের শিরোনাম :

আখের মূল্য বৃদ্ধির দাবিতে গোবিন্দগঞ্জ কৃষকদের বিক্ষোভ সমাবেশ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০১৮, ২১:০৮

আখের দাম মন প্রতি ২০০ টাকা, অবিলম্বে মিল চালু, আখচাষীদের কৃষি ঋণের সুদ মওকুফসহ রংপুর চিনিকল আধুনিকরনের দাবিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে কৃষকদের বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার (৩০ অক্টোবর) বিকেল ৩ টায় এ বিক্ষোভ মিছিল সমাবেশের আয়োজন করে জাতীয় কৃষক সমিতি মহিমাগঞ্জ ইউনিয়ন শাখা।  পরে জয়বাংলা চত্বর থেকে কৃষকদের একটি বিক্ষোভ মিছিল মহিমাগঞ্জ বন্দরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে তিন মাথা মোড়ে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।

কৃষক নেতা মুকুল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশের ওয়ার্কার্স পাটি গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সম্পাদক কমরেড এম এ মতিন মোল্লা।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জাতীয় কৃষক সমিতি গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুবমৈত্রী উপজেলা শাখার সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান, স্থানীয় যুব নেতা রেজাউল করিম, মোকছেদ আলী, কৃষক নেতা লূৎফর রহমান, জহুরুল ইসলাম প্রমূখ।   

এবিএন/তাজুল ইসলাম প্রধান/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ