আজকের শিরোনাম :

মতলবে সাংস্কৃতিক উৎসব উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও শোভাযাত্রা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০১৮, ১৮:২৮

মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ে সাংস্কৃতিক উৎসব ও মেলার আজ মঙ্গলবার আয়োজন করা হয়েছে। 

এ উপলক্ষে সকাল ১০টায় বর্ণাঢ্য র‌্যালি ও শোভাযাত্রা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় লোকজ মেলা ও সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ও জনকল্যাণমূলক ও উন্নয়ন কর্মকান্ডের ভিডিও প্রদর্শন করা হয়। 

বর্ণাঢ্য র‌্যালিতে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. নজরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম খান, উপজেলা শিক্ষা অফিসার একেএম শহিদুল হক মোল্লা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আবুল হাসানাত, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা, ইউআরসির ইন্সট্রাক্টর রাশেদা আতিক রোজী, সহকারি শিক্ষা অফিসার জুলিফিকার আলী জনি, তানভীর হাসান, সেলিনা আক্তার, সমীরণ বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক বিন জামান, কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদল, মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রোটা. শ্যামল চন্দ্র দাস, মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে কুলসুম শেফাসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সাংবাদিকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ ও সুধীজন। 

বিকেল ৩টায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) শারমিন আক্তার। এ সময় মতলবের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।

এবিএন/শ্যামল চন্দ্র দাস/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ