আজকের শিরোনাম :

সরিষাবাড়ি ও মেলান্দহে লোকজ সাংস্কৃতিক উৎসব

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০১৮, ১৭:৫৯

‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ শীর্ষক শ্লোগানে জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। 

এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পৌরসভার প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) কামরুন নাহার কেয়া, জেলা পরিষদ সদস্য শাহিদা পারভীন, বঙ্গবন্ধু সরকারি কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন, জেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, মহাদান ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান জুয়েল প্রমুখ।

সাংস্কৃতিক উৎসবে শিল্প, সাংস্কৃতিক ও সাহিত্য সংশ্লিষ্ট ১০টি স্টল বসে। বইয়ের স্টলে কবি ও সাংবাদিক জাকারিয়া জাহাঙ্গীরের কাব্যগ্রন্থ ’মেহেদি পাতার রঙ’ গুরুত্ব পায়।

অপরদিকে মেলান্দহে অনুরূপ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। মেলাকে সাফল্য করতে উপজেলা পরিষদ চত্বরে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে। উপজেলা চেয়ারম্যান আলহাজ একেএম হাবিবুর রহমান চাঁন এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। 

ইউএনও তামিম আল ইয়ামীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন-শিক্ষা অফিসার আলহাজ তাসলিমা বেগম, সহকারি শিক্ষা অফিসার জুলফিকার আলী, নাট্যকার আসাদুল্লাহ ফারাজী, প্রাথমিক শিক্ষক সমিতির নেতা মাহবুবুর রহমান হেলাল, বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসরাম খান, চরবানিপাকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল্লাহ প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এছাড়াও জেলাসদরসহ ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ উপজেলাতেও অনুরূপ কর্মসূচি পালিত হয়।

ছবি: সরিষাবাড়ীতে সাংস্কৃতিক উৎসব উপলক্ষে উপজেলা প্রশাসনে বর্ণাঢ্য শোভাযাত্রা।

এবিএন/মো. শাহ্ জামাল/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ