আজকের শিরোনাম :

উলিপুরে ‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’শীর্ষক সাংস্কৃতিক উৎসব ও মেলা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০১৮, ১৬:৪৩

কুড়িগ্রামের উলিপুরে ‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’শীর্ষক সাংস্কৃতিক উৎসব ও দিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মোহা. আব্দুল কাদেরের নেতৃত্বে একটি আনন্দ র‌্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে।

এ উপলক্ষ্যে উপজেলা চত্বরে আয়োজিত দিনব্যাপী মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রিদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুভাষ চন্দ্র, আবাসিক মেডিকেল অফিসার ডা. রফিকুল ইসলাম সরদার, থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপিত মতি শিউলী, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক এম এ মতিন,

আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সোলায়মান সরদার বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সরদার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, উলিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম সরদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রবিউল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা প্রকৌশলী নূরুল আমিন, উপজেলা মাধ্যমিক অফিসার আব্দুর রব, পৌর আওয়ামী লীগের সভাপিত জাহাঙ্গীর হোসেন, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক স.ম আল মামুন সবুজসহ স্কুল-কলেজের ছাত্র-ছাত্রিবৃন্দ।

সরকারের সংস্কৃতিক বিষয়ক মন্ত্রনালয়ের উদ্যোগে ও জেলা প্রশাসনের  সার্বিক  তত্ত্বাবধানে  উপজেলা প্রশাসন, শিল্পকলা  একাডেমী ও উপজেলার  সকল দপ্তরের  সমন্বয়ে এ মেলা চলাকালিন সময়ে প্রধান মন্ত্রীর ১০টি বিশেষ উদ্দ্যোগ এবং সরকারের জনকল্যান মুলক ও উন্নয়নমুলক কর্মকান্ডের ভিডিও তথ্যাদি প্রদর্শন করা হয়।


এবিএন/আব্দুল মালেক/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ