আজকের শিরোনাম :

ডোমারে এবার জেএসসি পরীক্ষার্থী ৫০২৮ জন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০১৮, ১৫:৩৩

আগামী ০১লা নভেম্বর থেকে শুরু হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা।  নীলফামারীর ডোমার থেকে চলতি জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় ৫০২৮ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করবে। এর মধ্যে েেজএসসি পরীক্ষার্থী ৪০৮৭ জন। অপরদিকে জেডিসি পরীক্ষার্থী মাদ্রাসায় ৫৬৬ ও ভোকেশনালে ৩৭৫জন।

উপজেলার ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৫৬০, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১১৯৯, চিলাহাটি মার্চেন্ট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬৮৬ ও চিলাহাটি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬৪২ পরীক্ষার্থী অংশ গ্রহন করবে।

ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম জানান, তার বিদ্যালয় থেকে ২৫১জন ছাত্র চলতি জেএসসি পরীক্ষায় অংশ গ্রহন করবে। তাছাড়া ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৫৬০ জন পরীক্ষার্থী অংশ নিবেন বলেও তিনি জানান। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাকেরিনা বেগম জানান, আগামী ১লা নভেম্বর থেকে পরীক্ষা শুরু হবে। সুষ্ঠভাবে পরীক্ষা গ্রহনের  যাবতীয় প্রস্তুতি  ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

 

এবিএন/আব্দুল্লাহ আল মামুন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ